Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোশ্যাল মিডিয়ায় ব্রাইডাল লুকের ছবি বা ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয়। তবে এবার যে ভিডিও ভাইরাল হয়েছে তা থেকে যেন চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউ ৭ লাখ ছড়িয়েছে।
চলতি মাসেই বিয়ের ছবি ভাইরাল হয়েছিল নিহার সচদেবার। ন্যাড়া মাথায় দেখা গিয়েছিল তাঁকে। সেই ছবি দেখে অনেকে নাক সিঁটকেছিলেন। অনেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। এখন সাড়া ফেলে দিয়েছে কর্ণাটকের বডিবিল্ডার চিত্রা পুরুষোত্তমের ভিডিও।
সম্প্রতি চিত্রা বিয়ে করেছেন তাঁর প্রেমিক কিরণ রাজকে। বিয়েতে গোটা শরীরে গয়না পরেছিলেন তিনি। তবে দেখা যাচ্ছিল পেশীবহুল চেহারা। কাঞ্জিভরম শাড়িতে দেখা যাচ্ছিল চিত্রাকে। অন্যদিকে কিরণ পরেছিলেন রাজ একটি নীল রঙের খাদির শার্ট এবং সাদা প্যান্ট।
আরও পড়ুন:- কলকাতার সব জলাশয় নিয়ে দারুন সিদ্ধান্ত পুরনিগমের, বিস্তারিত জানুন
নীল পাড়ের হলুদ কাঞ্জিভরম শাড়িটি ভালো মানিয়েছে চিত্রার গায়ে। চিত্রা তাঁর পেশীগুলিকে ভালোভাবে দেখানোর জন্য অফ শোল্ডার প্যাটার্নে ব্লাউজ পরেছেন।
পরনে গয়নার মধ্যে রয়েছে একটি চোকার, ৪টি দুল, একটি সুন্দর নেকলেস এবং একটি নেকপিস। গয়নাগুলো সবই সোনার। পরনে কানের দুল, চুড়ি, আংটি ও চিত্রার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
চিত্রাকে এই লুকে দেখে অনেকে প্রশংসা করেছেন। কেউ কেউ বিরূপ মন্তব্যও করেছেন। তাঁরা চিত্রার চেহারাকে কটাক্ষ করেছেন। বলেছেন, চিত্রার মতো বউ যে বাড়িতে যাবে সেই বাড়িতে ভয়ের পরিবেশ বিরাজ করবে। যদিও সেই সব মন্তব্যের কোনও জবাব দেননি ওই বডিবিল্ডার।
আরও পড়ুন:- ইন্টারভিউর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কর্মী নিয়োগ চলছে! দেখে নিন আবেদন পদ্ধতি
আরও পড়ুন:- কসবা কাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ, কি জানা গেলো ?