Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শরীরের প্রতিরোধ শক্তি দ্রুত বাড়ালে করোনা আক্রান্ত হওয়ার সম্ভবনা কমবে। হোয়াটসঅ্যাপ আর অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নানান ঔষধ , ভিটামিন সি এবং ক্যালসিয়াম ট্যাবলেট , জিঙ্ক ট্যাবলেট ইত্যাদির পরামর্শ দেওয়া হচ্ছে। অনেক ব্যাক্তি তো চিকিৎসকদের পরামর্শ ছাড়া ওষুধ নিয়মিত খাচ্ছেন৷ ফলে নিজের বিপদ ডেকে আনছেন। এমনটাই মত চিকিৎসক মহলের৷
বিশেষজ্ঞরা বলছেন , হোয়াটসঅ্যাপ আর সোশ্যাল মিডিয়ায় রোগ প্রতিরোধ শক্তি বর্ধক ওষুধের নাম-সহ ব্যাখ্যা মিলছে। তাতে সাধারণ মানুষ নির্বিচারে ওষুধ কিনছেন। ওই সব ওষুধ খেলে সত্যি কি করোনা প্রতিরোধ করার শক্তি গড়ে ওঠে ? স্বাস্থ্য বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস বলেন, ওই সব ওষুধ খেতে শুরু করলে প্রতিরোধ শক্তি তৈরি হয় না। উল্টে নানা সমস্যা হয়।
আমরা প্রতিদিন আনাজপাতি, ফল খাই, মাছ-মাংস-ডিমের মত আমিষ খাবার খাই, তাতেই প্রতিরোধ শক্তি গড়ে ওঠে। আচমকা প্রয়োজন ছাড়া বিপুল পরিমাণে ওই সব ওষুধ খেতে শুরু করলে শারীরিক গোলযোগ দেখা দিতে পারে। শরীরে প্রয়োজন না হলে ভিটামিন সি খাওয়া উচিত নয়। তাতে নানান পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে৷
অকারণে ওষুধ খেলে হৃদ্যন্ত্র থেকে কিডনি পর্যন্ত বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতির আশঙ্কা থাকে। কিছু পার্শ্ব-প্রতিক্রিয়ার কারণ হতে পারে। যেমন—
ডায়রিয়া , বমি বমি ভাব হওয়া বা বমি হতে পারে , বুক জ্বালাপোড়া করা , তলপেটে অতিমাত্রায় ব্যথা হওয়া , মাথাব্যথা ,অনিদ্রা
চিকিৎসকদের পরামর্শ, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় উপদেশ দেওয়া ও নেওয়া থেকে পুরোপুরি বিরত থাকুন৷
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “
সতর্ক থাকুন , সুস্থ থাকুন