সৌদির পর চিনেও অপমানিত পাকিস্তান ! পাত্তা পেলেন না বিদেশ মন্ত্রী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- আগেই সৌদি আরব থেকে অপমানিত হয়েছে পাকিস্তান। সেখানে পাকিস্তানের সেনা প্রধান ও পাকিস্তানের গুপ্তচর বাহিনীর প্রধান অপমানিত হয়েছেন। এবার চীনের কাছে ঋণ চাইতে গিয়ে অপমানিত হলেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Shah Mahmood Qureshi)

কিছুদিন আগে শাহ মেহমুদ কুরেশি কাশ্মীর ইস্যুতে সৌদি আরব পাকিস্তানকে সহযোগিতা না করার জন্য সৌদি আরবকে হুমকি দিয়ে বসেন। আর তাতেই রেগে যান সৌদি প্রিন্স। তারপর সৌদি পাকিস্তানকে বাকিতে তেল দেওয়া বন্ধ করে দেয়। এছাড়াও পাকিস্তানকে কোনো প্রকার ঋণ দেবেনা বলেও দেয়। উপর থেকে পাকিস্তানকে দেওয়া সৌদির ঋণ ও ফেরত দিতে বলেন। আর এই ঋণ শোধের জন্য পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে।

আর সৌদি আরবের এই ঋণ শোধের জন্য আগেই চীনের থেকে ১ বিলিয়ন ডলারের সাহায্য নিয়েছে পাকিস্তান। এবার আবার চীনের কাছে টাকা চাইতে চিনে গেছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। চিনে তাকে স্বাগত জানাতে চীনের কোনো মন্ত্রী বা বড় অফিসার আসেননি। একজন পুলিশ কনস্টেবল কে পাঠানো হয়েছে তাকে স্বাগত জানাতে।

কয়েকদিন আগেই সৌদি আরবে অপমানিত হয়েছেন পাকিস্তানের সেনা প্রধান। সৌদিতে তাকে একটি সন্মানীয় পদ দেবার কথা ছিল তা ও দেওয়া হয়নি। এমনকি সৌদি প্রিন্সের সাথে দেখা করার বারবার অনুরোধ ও কোনো কাজে আসেনি।

Highlights:-  

১. সৌদির পর চিনেও অপমানিত পাকিস্তান। 

২. পাকিস্তানী বিদেশ মন্ত্রীকে অপমানিত করলো চীন। 

#banglanews #pakstan #china #banglanewsdunia

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন