Bangla News Dunia, Pallab : জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা (J&K Terrorist Attack)। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে, বর্তমানে সৌদি আরবে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তবে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কে (Amit Shah) ফোন করেন তিনি। প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে শা’কে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দিল্লিতে জরুরি নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকের পরই জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে গিয়েও জরুরি বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় আমি মর্মাহত। এই নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতরা রেহাই পাবেন না। অপরাধীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে।’ ঘটনার পরই পহেলগাঁওয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাও।
এদিন অন্ততনাগ (Anantnag) জেলার পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়। ঘটনায় আহত হয়েছেন একাধিক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলিবিদ্ধ সমস্ত পর্যটকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে অভিযান শুরু হয়েছে। কয়েক মাস পরই শুরু হবে অমরনাথ যাত্রা।
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি