স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে মারধর ! ১২ ঘন্টাতেই জামিন তৃণমূল নেতার, পুলিশের ভূমিকায় প্রশ্ন

By Bangla News Dunia Dinesh

Published on:

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে মারধরের অভিযোগ উঠেছিল কাকদ্বীপের (Kakdwip) তৃণমূল নেতা ত্রিদিব বাড়ুইয়ের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তারও করে। কিন্তু গ্রেপ্তারির ১২ ঘন্টার মধ্যেই তৃণমূল (TMC) নেতার জামিন হয়ে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। আইনজ্ঞদের একাংশের বক্তব্য, শিক্ষককে স্কুল চত্বরে গায়ে হাত দেওয়া, মারধর, হুমকির মতো গুরুতর অভিযোগ থাকলেও লঘু ধারায় মামলা করা হয়েছে। যার জেরেই জামিন পেয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদিব বাড়ুই শুধু একজন পঞ্চায়েত সদস্যই নন, স্কুল পরিচালন সমিতির সভাপতি পদেও রয়েছেন তিনি। এর আগেও একাধিকবার হুমকি-দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত মঙ্গলবার স্কুল চলাকালীন আচমকা স্কুলে হাজির হন তিনি। পড়ুয়াদের সামনেই প্রধান শিক্ষককে সামনে পেয়ে ঘাড় ধাক্কা দিয়ে মারতে শুরু করেন। স্কুল চত্বর থেকে তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এসডিপিও অফিসের দিকে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও। কিন্তু এহেন গুরুতর অভিযোগ থাকলেও কীভাবে একজন অভিযুক্ত ঘটনার ১২ ঘন্টার মধ্যে জামিন পেতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। গোটা ঘটনায় শাসকদলের পাশাপাশি প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। অনেকেই বলেছেন, শাসকদলের নেতা হওয়াতেই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে লঘু ধারায় মামলা দায়ের করেছে। যদিও এনিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি পুলিশ বা তৃণমূল কংগ্রেস।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন