স্টার চিহ্ন থাকলেই ৫০০ টাকার নোট জাল ? দেখে নিন RBI-র নির্দেশিকা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিষয়। আর তা হল ৫০০ টাকার নোটে (500 Rupee Note) থাকা ছোট্ট একটি স্টার চিহ্ন। হ্যাঁ, অনেকেই হয়তো ভাবতে শুরু করেছে যে, এই চিহ্ন থাকা নোট বুঝি জাল বা ভুয়ো, কিংবা বাজারে এই নোটের কোন মূল্য নেই। ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে বিভিন্ন রকম জল্পনা বা ধোঁয়াশা। এমনকি কেউ কেউ এই নোট নিতে অস্বীকারও করছেন।

তবে এই পরিস্থিতিতে মুখ খুলেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক- রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, স্টার চিহ্নযুক্ত ৫০০ টাকার নোট সম্পূর্ণ বৈধ এবং এই নোট দিয়ে লেনদেন করা যাবে। কেউ এই নোট নিতে অস্বীকার করতে পারবেনা।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

কী এই স্টার চিহ্ন যুক্ত ৫০০ টাকার নোট? 

আসলে এই ধরনের নোটের সংখ্যার পাশে একটি ছোট্ট একটা স্টার চিহ্ন থাকে। আর যেগুলি অনেককেই বিভ্রান্তি করছে। তবে এই স্টার চিহ্ন মানে আসল নোটের একটি প্রতিস্থাপন নোট। অর্থাৎ, ছাপাখানায় যদি কোন নোট ভুল ধরা পড়ে, তা বাদ দিয়ে নতুন করে যে সমস্ত নোট ছাপানো হয়, সেগুলিকে স্টার চিহ্ন দেওয়া হয়। আর এই নোট বহুদিন আগে থেকেই বাজারে ঘোরাফেরা করে।

আরবিআই এর তরফ থেকে কী জানানো হয়েছে?

ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্টার চিহ্নযুক্ত নোট সম্পূর্ণরূপে বৈধ থাকবে। আর এই নোট ব্যাংক বা এটিএম থেকেই পাওয়া যায় এবং যেকোনো দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে লেনদেন করা যাবে। এমনকি এই নোট বদলানো বা ফেরত দেওয়ারও কোনরকম দরকার নেই। কেউ যদি এই নোট গ্রহণ করতে অস্বীকার হয়, তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে। 

আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন