স্টেট ব্যাংকে টাকা রাখলেই পাবেন 5 লাখ টাকার রিটার্ন। নতুন বিনিয়োগ স্কিম সম্পর্কে জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিনিয়োগ করবেন বলে ভাবছেন? তাহলে স্টেট ব্যাংকের নতুন স্কিম হর ঘর লাখপতি যোজনা (Har Ghar Lakhpati Scheme) সম্পর্কে জেনে নেওয়া দরকার আপনার। এই প্রকল্পে বিনিয়োগ করলে মিলবে মোটা অংকের রিটার্ন। ভাবতেও অবাক লাগবে স্টেট ব্যাংকের এই প্রকল্প পাঁচ লাখ টাকার রিটার্ন দেবে। তাহলে আর দেরি কেন? এই বিনিয়োগ স্কিমের সুবিধা নিতে বিস্তারিত প্রতিবেদন পড়ুন।

What Is SBI Har Ghar Lakhpati Scheme?

সম্প্রতি স্টেট ব্যাংকের তরফে হর ঘর লাখপতি স্কিম (SBI Scheme) চালু হয়েছে। যেখানে টাকা রাখলে আপনাকে পরবর্তী জীবন নিয়ে ভাবতেও হবে না। এটা এক ধরণের রেকারিং ডিপোজিট। এই স্কিমে আপনাকে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হয়। আর মেয়াদ শেষে আপনি রিটার্ন পাবেন ১ লাখ বা তার গুণিতকে। এবার যদি আপনি এমন একজন বিনিয়োগকারী হন যিনি অল্প মাসিক বিনিয়োগে ভালো রিটার্ন চাইছেন তাহলে এই স্কিম আপনার জন্য আদর্শ।

আরও পড়ুন:- মোবাইল গেমে মেতে সন্তান ! ওদিকে বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে খোয়া গেল 25 লাখ, বিস্তারিত জানুন

পাঁচ লাখ টাকা পেতে হলে কিভাবে বিনিয়োগ?

মনে করুন, আপনিও ৫ লাখ টাকা রিটার্ন চাইছেন। তাহলে আপনাকে কত দিনের মেয়াদে কত টাকা জমা করতে হবে? সেক্ষেত্রে আপনি ৩ বছর, ৫ বছর এবং ৭ বছর মেয়াদে যদি টাকা বিনিয়োগ করেন তাহলে আপনার বিনিয়োগের পরিমাণ কোনো একজন সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিকদের বিনিয়োগের পরিমাণ কত হবে তার সম্পূর্ণ হিসেব রইল আজকের প্রতিবেদনে।

Har Ghar Lakhpati Scheme Investment

স্টেট ব্যাংকের এই প্রকল্পটি ভারতের যে কোনও অঞ্চলের বাসিন্দার জন্য। এখানে একজন ব্যক্তি সিঙ্গল অ্যাকাউন্টের পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খুলতে হলে উক্ত বিনিয়োগকারী ব্যক্তিকে কমপক্ষে ১০ বছর বা তার বেশি বয়সী নাবালক হতে হবে। সেক্ষেত্রে পিতামাতা বা আইনি অভিভাবকের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। এই স্কিমে প্রত্যেক বছরের বিনিয়োগের সাপেক্ষে আলাদা আলাদা সুদের হার রয়েছে।

যদি কেউ ৭ বছরে ৫ লাখ টাকা জমাতে চান, তাহলে তাঁকে প্রতি মাসে বিনিয়োগ করতে হবে আনুমানিক ৪,৬৯৭.১৭ টাকা। তবে একজন প্রবীণ নাগরিককে বিনিয়োগ করতে হবে প্রত্যেক মাসে আনুমানিক ৪,৬০৯.৯১ টাকা। বাকি হিসেবে আপনি পেয়ে যাবেন স্টেট ব্যাংকে গেলেই। সেখানে গিয়ে এই স্কিমে বিনিয়োগ করবেন বললে আপনাকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:- স্বাস্থ্যসাথীর আওতায় হাসপাতাল পরিষেবা না-দিলে কী করবেন ? জানালেন চন্দ্রিমা

আরও পড়ুন:- গ্রীষ্মে প্রচুর পরিমাণে লেবু খান, এই রোগগুলি ছুঁতেও পারবে না

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন