Bangla News Dunia, Pallab : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ৬৫৮৯ টি শূন্যপদে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে সারা দেশে নিয়োগ করছে। যেখানে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও রয়েছে প্রচুর শূন্যপদ ও থাকছে পশ্চিমবঙ্গের মধ্যেই পরীক্ষার সেন্টার। পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য থাকছে বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার সুবিধা।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত
পদের নামঃ– স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI Clerk Notification 2025) এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লার্ক/জুনিয়র অ্যাসোসিয়েট (গ্রাহক সহায়তা ও বিক্রয়) পদে।
শূন্যপদঃ– SBI সারা দেশে 6589টি শূন্যপদে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে নিয়োগ করছেন।
বয়সঃ– জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে আবেদন করার জন্য, আবেদনকারীর বয়স থাকতে হবে কমপক্ষে ২০ বছর ও সর্বোচ্চ ২৮ বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে ০১ এপ্রিল ২০২৫ তারিখের নিরিখে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন।
বেতনঃ– ক্লেরিক্যাল ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট পদে আগ্রহী প্রার্থীদের মাসিক বেতন রয়েছে ২৪০৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬৪৪৮০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতাঃ– স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লার্ক/জুনিয়র অ্যাসোসিয়েট (গ্রাহক সহায়তা ও বিক্রয়) পদে আবেদন করার জন্য, যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা থাকতে হবে। এছাড়াও ফাইনাল সেমিস্টারের পড়ুয়ারাও আবেদন জানাতে পারবেন নির্দিষ্ট শর্তে। এর পাশাপাশি অবশ্যই নির্দিষ্ট রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে।
আবেদন ফিঃ– SBI Junior Associates (Customer Support & Sales) পদে – SC/ ST/ PwBD/ XS/DXS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি নেই, তবে General/ OBC/ EWS প্রার্থীদের ৭৫০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে।
আবেদন পদ্ধতিঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ক্লারিক্যাল ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট পদে আবেদন করার জন্য https://bank.sbi/web/careers/current-openings পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। নিচে সরাসরি SBI Clerk অনলাইন আবেদন লিংক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি যেতে পারবেন।
আবেদনের শেষ তারিখঃ– ক্লারিক্যাল ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট পদে আগ্রহী প্রার্থীদের ২৬ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অনলাইন আবেদন ও পেমেন্ট সম্পন্ন করতে হবে।
পরীক্ষা সেন্টারঃ– ক্লারিক্যাল ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট পদে, পশ্চিমবঙ্গের Asansol, Durgapur, Greater Kolkata, Hooghly, Howrah,
Kalyani, Siliguri, Burdwan, Bankura – এই সকল জায়গায় পরীক্ষা সেন্টার রয়েছে।
আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?