স্ট্রোক হওয়ার পূর্ববর্তী লক্ষণ গুলো কি কি ? জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Stroke

Bangla News Dunia ,Pallab : স্ট্রোক হওয়ার পূর্ববর্তী লক্ষণ গুলো (Warning Signs of Stroke) দ্রুত শনাক্ত করা গুরুত্বপূর্ণ, কারণ দ্রুত চিকিৎসা নিলে মারাত্মক ক্ষতি এড়ানো সম্ভব। সাধারণত নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যেতে পারে—

আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন

১. হঠাৎ মুখ, হাত বা পায়ের দুর্বলতা বা অবশ হয়ে যাওয়া
👉বিশেষ করে শরীরের একপাশে দুর্বলতা দেখা যায়।
👉হাত তুলতে বা ধরে রাখতে কষ্ট হতে পারে।
২. কথা বলার সমস্যা ও বিভ্রান্তি
👉হঠাৎ কথা জড়িয়ে যাওয়া।
👉অন্যের কথা বুঝতে অসুবিধা হওয়া।
৩. দৃষ্টিশক্তি হ্রাস বা ঝাপসা দেখা
👉এক বা দুই চোখেই ঝাপসা বা দ্বিগুণ দেখা।
👉সম্পূর্ণ অন্ধকার দেখা।
৪. মাথা ঘোরা বা ভারসাম্য হারানো
👉চলাফেরার সময় হঠাৎ ভারসাম্য হারানো।
👉মাথা ঘোরা বা হঠাৎ তীব্র মাথাব্যথা হওয়া।
৫. হঠাৎ তীব্র মাথাব্যথা
👉কোনো সুস্পষ্ট কারণ ছাড়া আকস্মিক ও প্রচণ্ড মাথাব্যথা শুরু হওয়া।
৬. মুখের এক পাশ বেঁকে যাওয়া
👉হাসতে গেলে একপাশ কাজ না করা।
👉চোখ-মুখে ঝুলে যাওয়া দেখা যেতে পারে।

BE FAST নিয়ম:

স্ট্রোক শনাক্তে BE FAST নিয়ম অনুসরণ করা যেতে পারে-

👉B (Balance): ভারসাম্যহীনতা
👉E (Eyes): দৃষ্টিশক্তি সমস্যা
👉F (Face drooping): মুখ বেঁকে যাওয়া
👉A (Arm weakness): হাত দুর্বল হওয়া
👉S (Speech difficulty): কথা জড়িয়ে যাওয়া
👉T (Time to call emergency): দ্রুত চিকিৎসকের সাহায্য নেওয়া

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন