স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের সিদ্ধান্ত, মুর্শিদাবাদ হিংসার তদন্তে রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মুর্শিদাবাদে হিংসার (Murshidabad Violence) ঘটনার তদন্তে বাংলায় আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা (NCW)। বৃহস্পতিবার সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছাবে তাঁরা। বুধবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে চার সদস্যের প্রতিনিধিদল গঠনের কথা জানানো হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে।

আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহটকর স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টিতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্র ও শনিবার মালদা ও মুর্শিদাবাদে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। ওয়াকফ সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের জেরে মহিলারা অত্যাচারিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেকথা মাথায় রেখেই এলাকা পরিদর্শন করে ওই মহিলাদের সঙ্গে কথা বলবেন কমিশনের প্রতিনিধিরা। জানা গিয়েছে, আগামী ১৮ এপ্রিল মালদায় (Malda) যাবে প্রতিনিধিদলটি। সেখানকার জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও তাঁরা কথা বলবেন। এই প্রতিনিধিদলে দুই বাঙালি সদস্যকেও রাখা হয়েছে বলে খবর। যাতে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলতে গিয়ে ভাষাগত সমস্যার সম্মুখীন হতে না হয়, সেকথা মাথায় রেখেই দু’জন বাঙালিকে এই প্রতিনিধিদলে রাখা হয়েছে।

এদিকে, মুর্শিদাবাদে হিংসার ঘটনায় বহু বাড়িঘর ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে। সেই পরিস্থিতি পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলও আসতে চলেছে মুর্শিদাবাদে। সেই দল গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর, চলতি সপ্তাহেই মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলটিও মুর্শিদাবাদে যেতে পারে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন