Bangla News Dunia, Pallab : অনেকেই নিজের একটা ব্যবসা শুরু করতে চান, কিন্তু পুঁজি সমস্যা হয়ে দাঁড়ায়। হাতে যদি অল্প টাকা থাকে তাহলে কীভাবে ব্যবসা শুরু করবেন? আসলে সঠিক পরিকল্পনা থাকলে স্বল্প পুঁজিতেই প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করা যায়। আজ আমরা এমন একটি ব্যবসার কথা (Business Idea) বলব, যা আপনি নিজের বাড়িতে শুরু করতে পারবেন এবং মাত্র ৫-৬ মাসের মধ্যেই মোটা টাকা রোজগার করতে পারবেন।
আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?
এই ব্যবসা চলবে সবসময়
কথায় আছে বাঙালির বারো মাসে ১৩ পার্বণ। দুর্গাপূজা, কালীপুজো, দীপাবলি, বড়দিন, নববর্ষ, যেখানেই উৎসব সেখানেই আলো ঝলমলে পরিবেশ। আর আলো মানে ইলেকট্রিক্যাল পণ্য। তাই এই ব্যবসার চাহিদা কোনদিন কমবে না। বাঁকুড়ার এক ব্যবসায়ী এবার সেটাই করে দেখিয়েছেন। মাত্র ৪০০০ টাকা বিনিয়োগ করে তিনি শুরু করেছিলেন একটি ইলেকট্রিক্যাল প্রোডাক্ট তৈরির ব্যবসা।
আজ তার তৈরি প্রায় ৪০ ধরনের ইলেকট্রিক্যাল প্রোডাক্ট কলকাতার মত বাজারে বিক্রি হয়। তার বেশিরভাগ পণ্য নিজের বাড়িতেই তৈরি করা হয় এবং তিনি পাইকারি বাজারে সেগুলো সরবরাহ করেন। আপনি চাইলে খুব সহজেই এই ইলেকট্রিক্যাল পণ্য তৈরীর একটি ব্যবসা শুরু করতে পারেন।
কীভাবে শুরু করবেন এই ব্যবসা?
প্রথমেই আপনাকে বুঝতে হবে যে, কোন ইলেকট্রিক্যাল প্রোডাক্ট তৈরি করা সহজ এবং লাভজনক হবে। যেমন আপনি এলইডি বাল্ব, এক্সটেনশন কার্ড, সুইচ বোর্ড, ফ্যান অ্যাসেম্বলিং, লাইট ইত্যাদি তৈরি করতে পারেন। কোন অভিজ্ঞতা না থাকলে ছোট ইলেকট্রিক্যাল কোর্স করে নিতে পারেন। স্থানীয় ট্রেনিং সেন্টার বা ইউটিউব থেকে এগুলি আপনি শিখে নিতে পারবেন।
এরপর আপনাকে কাঁচামাল সংগ্রহ করতে হবে। আপনি চাইলে স্থানীয় বাজার বা কলকাতা ও আসানসোলের হোলসেল মার্কেট থেকে সস্তায় কাঁচামাল কিনতে পারবেন। এরপর নিজের বাড়িতেই প্রোডাকশন শুরু করুন এবং ছোট সার্কেলে শুরু করুন। ধীরে ধীরে ব্যবসা বড় করুন। পাইকারি বাজার, অনলাইন এবং স্থানীয় দোকানে আপনার পণ্য এবার সরবরাহ করুন। আপনি চাইলে অনলাইনে মার্কেটপ্লেসেও বিক্রি করতে পারেন।