Bangla News Dunia, Pallab : ভারত সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা তথা স্বল্প সুদে ব্যক্তিগত ঋণ প্রদান করা হচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে যেতে এবং দেশের কোটি কোটি সাধারণ মানুষের জীবনে আর্থিক স্থিতিশীলতা আনতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল স্বল্প সুদে ব্যক্তিগত ঋণ প্রদানের সরকারি প্রকল্পসমূহ, যা ২০২৫ সালে এসে আরও ব্যাপকতা লাভ করেছে। সমগ্র ভারতবর্ষের সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে কেন্দ্র সরকারের তরফ থেকে এই সমস্ত প্রকল্প প্রণয়ন করা হয়েছে। শিক্ষা, চিকিৎসা, গৃহ সংস্কার, ক্ষুদ্র ব্যবসা শুরু করা, কিংবা হঠাৎ উদ্ভূত জরুরি পরিস্থিতিতে অনেকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত ঋণের খোঁজ করেন।
আরও পড়ুন : গলায় মাছের কাঁটা আটকে গেলে খুব সহজে চটজলদি বের হবে, জেনে রাখুন গোপন ট্রিকস
কিন্তু অধিকাংশ বেসরকারি ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোতে উচ্চ সুদের হার, জটিল ডকুমেন্টেশন ও জামানতের কারণে সাধারণ মানুষ পিছিয়ে পড়ে। সেই সমস্যা সমাধানে সরকারের এই উদ্যোগ এক নতুন আশার আলো হয়ে উঠেছে। আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন এবং টাকার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কেন্দ্র সরকারের এই সমস্ত প্রকল্প সম্বন্ধে জেনে নিতে পারেন।
কেন এই সরকারি ঋণ প্রকল্প গুলি গুরুত্বপূর্ণ?
ভারতের বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো অর্থনৈতিকভাবে দুর্বল ও ব্যাংকিং ব্যবস্থার বাইরে। তাই কেন্দ্র সরকার সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে খুবই স্বল্প ঋণে এবং কোনরকম ঝুর ঝামেলা ছাড়াই আর্থিক সহায়তা প্রদান করছে। আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক সাম্য আনার জন্য এমন প্রকল্পগুলির বিকল্প নেই। বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত সম্পদের মানুষেরা লোনের জন্য ঘোরাঘুরি করল ব্যাংকের তরফ থেকে তাদের লোন দেওয়া হয় না। বিশেষ করে যারা গ্রামীণ অঞ্চলে বসবাস করেন, যাদের নির্দিষ্ট চাকরি নেই, অথবা যাদের কাছে জমানো সঞ্চয় নেই – এইসব মানুষদের জন্য জামানতবিহীন ঋণ একটি বড় সহায়তা হতে পারে। সরকার-সমর্থিত ব্যাংক, এনবিএফসি এবং মাইক্রোফিনান্স প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঋণ প্রকল্পগুলি পরিচালিত হচ্ছে, যাতে সুদের হার থাকে কম, কিস্তি থাকে নমনীয় এবং আবেদন প্রক্রিয়া হয় সহজ।
আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর