Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যারা Swami Vivekananda Scholarship এর জন্য আবেদন করেছিলেন, তাদের সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এবার। ফ্রেশ এবং রিনিউয়াল উভয় আবেদনকারীদের জন্যই টাকা ডিসবার্স করেছে সরকার। কারা কবে টাকা পাবেন, টাকা ঢুকেছে কিনা জানবেন কিভাবে, না ঢুকলে কোথায় যোগাযোগ করবেন? স্কলারশিপ সংক্রান্ত সমস্ত বিষয় গুলো ধাপে ধাপে বিস্তারিত জেনে নিন।
কাদের আগে টাকা দেওয়া হচ্ছে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) মূলত মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়। এই স্কলারশিপের অধীনে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীরা অর্থ সহায়তা পান। যারা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ফ্রেশ আবেদন করেছেন বা পুরনো প্রাপক হিসেবে রিনিউয়াল আবেদন করেছেন, তাদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে টাকা পাঠানো হচ্ছে।
আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে?
- যেসব শিক্ষার্থীর বৃত্তির আবেদন আবেদন ইতিমধ্যেই Sanctioned হয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করেছে।
- সাধারণত, টাকা অনুমোদন হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে।
- তবে সাপ্তাহিক ছুটির দিন (রবিবার) বা ব্যাংক ছুটির কারণে কিছু ক্ষেত্রে ২-৩ দিন দেরি হতে পারে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক
টাকা ঢুকেছে কিনা জানবেন কীভাবে?
আপনার স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে এসেছে কিনা তা জানার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন:
- স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার রেজিস্টার্ড ID ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
- ড্যাশবোর্ডে গিয়ে দেখুন আপনার আবেদন “Sanctioned” বা “Disbursed” অবস্থায় আছে কিনা।
- টাকা জমা হলে ব্যাংকের SMS আসতে পারে, তবে অনেক ক্ষেত্রে SMS না-ও আসতে পারে। তাই সরাসরি ব্যাংক অ্যাপ বা পাসবই আপডেট করে দেখে নিতে পারেন।
টাকা না পেলে কী করবেন?
অনেক শিক্ষার্থী অভিযোগ করেন যে টাকা স্যান্সান হলেও তাদের অ্যাকাউন্টে জমা হয়নি। যদি আপনার ক্ষেত্রেও এমনটা হয়, তাহলে নিচের পদক্ষেপ নিন:
- প্রথমে SVMCM ওয়েবসাইটে লগইন করে আবেদন স্ট্যাটাস চেক করুন।
- যদি “Sanctioned” লেখা থাকে, তবে আরও ২-৩ দিন অপেক্ষা করুন, কারণ ব্যাংকের প্রসেসিংয়ে দেরি হতে পারে।
- যদি দীর্ঘদিনেও টাকা না আসে, তাহলে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় যোগাযোগ করুন এবং অ্যাকাউন্টের তথ্য যাচাই করুন।
- প্রয়োজনে SVMCM হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন বা তাদের অফিসিয়াল ইমেইলে অভিযোগ জানান।
পরবর্তী লটের টাকা কবে আসবে?
১. যেসব শিক্ষার্থীর আবেদন এখনো অনুমোদিত হয়নি, তাদের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই।
২. সাধারণত, প্রতি দুই-তিন সপ্তাহ অন্তর নতুন লটের ফান্ড রিলিজ করা হয়।
৩. ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রথম ধাপের টাকা বিতরণ করা হয়েছে।
৪. মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে পরবর্তী ধাপে নতুন লটের টাকা ছাড়া হবে।
আরও পড়ুন:- সকালে ঘুম থেকে উঠেই করুন এই ৫ কাজ, পেটের মেদ ঝরবে
আরও পড়ুন:- আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন