স্বাস্থ্য দপ্তরে লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি, ২৩ জেলা থেকে সুযোগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আপনি কি  একজন লাইব্রেরিয়ান হতে চান? তাহলে আপনার জন্য এসেছে এক দারুণ সুযোগ! পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চুক্তিভিত্তিক লাইব্রেরিয়ান পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে তার জেরে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। 

এবার স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কাজে লাইব্রেরিয়ান হওয়ার দারুণ সুযোগ। এক্ষেত্রে ২৩ জেলা থেকে আবেদন করার দারুণ সুযোগ আপনার হাতে। অবশ্যই উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। নিদিষ্ট বয়সসীমার মধ্যে থাকলে আপনি সহজেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক—

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন


নিয়োগ সংক্রান্ত মূল তথ্য:

  • পদের নাম: লাইব্রেরিয়ান (চুক্তিভিত্তিক)
  • নিয়োগ পদ্ধতি: সরাসরি Walk-in Interview
  • চুক্তির মেয়াদ: ১ বছর বা স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত (যেটি আগে ঘটে)
  • নিয়োগকারী প্রতিষ্ঠান: সারৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল
  • অবস্থান: উলুবেড়িয়া, হাওড়া, পশ্চিমবঙ্গ

ইন্টারভিউ সংক্রান্ত তথ্য:

  • তারিখ: ১৭ই এপ্রিল, ২০২৫ (17.04.2025)
  • সময়: সকাল ১১টা
  • স্থান: কলেজ কাউন্সিল রুম, (২য় তলা, একাডেমিক বিল্ডিং)
    সারৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, উলুবেড়িয়া, হাওড়া

ইন্টারভিউয়ের সময় সঙ্গে আনতে হবে যেসব নথি:

১. মেডিকেল ফিটনেস সার্টিফিকেট – কোনও সরকারি হাসপাতালে নিবন্ধিত চিকিৎসক কর্তৃক প্রদত্ত
২. পেনশন পেমেন্ট অর্ডার (P.P.O.) কপি
৩. পরিচয়পত্রের কপি – আধার কার্ড/ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স
৪. ঠিকানার প্রমাণ
৫. জন্মসাল/বয়স প্রমাণের নথি


এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা:

  • প্রার্থীদের স্বাস্থ্যগতভাবে সম্পূর্ণ সক্ষম হতে হবে – শারীরিক ও মানসিকভাবে।
  • নিয়োগ সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক, এবং নিয়মিত নিয়োগ হলে এই চুক্তি বাতিল হবে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন