ফের চাঞ্চল্যকর তথ্য! বাংলায় ভোটার যাচাইকরণ প্রক্রিয়া শুরু হওয়ার আগে বড় রদবদল আসতে চলেছে। এবার পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনের কাছে SIR (Systematic Voter’s List Revision) প্রক্রিয়ায় অতিরিক্ত নথি হিসেবে আধার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড অন্তর্ভুক্ত করা নিয়ে বিরাট পদক্ষেপ নিলেন। মঙ্গলবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরে এক প্রস্তাব পাঠানো হয়েছে বলে রিপোর্ট।
কী এই SIR প্রক্রিয়া?
SIR বা Systematic Voter’s List Revision হল একটি কেন্দ্রীয় প্রক্রিয়া, যার মাধ্যমে ভোটার তালিকা নিয়মিতভাবে সংশোধন ও হালনাগাদ করা হয়ে থাকে। এর মূল উদ্দেশ্য হল নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তি করা এবং মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া সঙ্গে ভোটার তথ্য সংশোধনও করা।
বর্তমানে বৈধ নথি কয়টি?
এদিকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বর্তমানে মোট ১১টি নথিকে SIR প্রক্রিয়ার জন্য প্রামাণ্য নথি হিসেবে গণ্য করার কথা জানানো হয়। এই নথিগুলির মধ্যে রয়েছে: পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক/পোস্ট অফিস পাসবুক, জন্ম সনদ, মার্কশিট ও আরও কয়েকটি। কিন্তু বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে যে, প্রত্যেক নাগরিকের কাছে এই ১১টি নথি সবসময় নাও থাকতে পারে।
নতুন তিনটি নথির প্রস্তাব দিল বাংলা সরকার
এই প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড-কে SIR প্রক্রিয়ার জন্য ঐচ্ছিক প্রমাণপত্র হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জানিয়ে দিল।রাজ্য সরকারের মতে, এই তিনটি নথি রাজ্যের অধিকাংশ নাগরিকের কাছে পাওয়া সম্ভব এবং এগুলি বাস্তবিক তথ্য যাচাইয়ের জন্য যথেষ্ট হতে পারে।
নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ
এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, নির্বাচন কমিশনের সঙ্গে বুধবার দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি। সেখানেই তিনি রাজ্যের পক্ষ থেকে এই নতুন প্রস্তাব ব্যাখ্যা করতে চলেছেন।
কমিশনের পূর্ণাঙ্গ সভায় এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রাথমিক সূত্র অনুযায়ী জানা যায়, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বিহার রাজ্যে আধার কার্ডকে অনুমোদিত নথি হিসেবে ব্যবহার করার অনুমতিও দিয়েছে। এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারকে উৎসাহিত করেছে বিকল্প নথি অন্তর্ভুক্ত করার জন্য।