Bangla News Dunia, Pallab : গরমের মরসুমের চাপে ইতিমধ্যেই নাজেহাল গোটা দেশবাসী। এর মধ্যেই একটি নতুন বিতর্ক জন্ম দিয়েছে স্মার্ট মিটার প্রকল্প (Smart Meter)। বিদ্যুৎ ব্যবস্থাকে আরো আধুনিক এবং স্বচ্ছ করতে কেন্দ্র সরকার স্মার্ট মিটার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গোটা দেশজুড়ে এই মিটার লাগানোর বিরোধিতা করছে সাধারণ মানুষ। বাংলাও তার ব্যতিক্রম নয়।
আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?
দেশের বিভিন্ন রাজ্যে বিশেষত উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, তামিললাড়ু এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। সাধারণ মানুষ থেকে বিদ্যুৎ কর্মচারী সংগঠন, সবাই এই প্রযুক্তির বিরোধিতা করছে। তাহলে স্মার্ট মিটার সত্যিই মানুষের জন্য সমস্যা নিয়ে আসছে? চলুন দেখে নিই বিস্তারিত।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
স্মার্ট মিটার কী এবং কেন বিতর্ক?
স্মার্ট মিটার হল একটি উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক মিটার, যা ম্যানুয়াল রিডিং-এর পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ খরচের রেকর্ড লিপিবদ্ধ করবে। সরাসরি বিদ্যুৎ সংস্থার সার্ভারের সেই ডেটা পাঠিয়ে দেবে এই স্মার্ট মিটার। এর ফলে বিদ্যুতের অপচয় কমবে এবং সঠিক বিলিং নিশ্চিত হবে। পাশাপাশি বিদ্যুৎ চুরি প্রতিরোধ করা সম্ভব হবে।
তবে অনেক গ্রাহক মনে করছে, স্মার্ট মিটার লাগানোর পর থেকে বিদ্যুতের বিল বেড়ে গেছে। মিটার রিডিং বন্ধ হয়ে যাওয়ার ফলে মিটার পাঠকদের চাকরি হারানোর সম্ভাবনাও তৈরি হচ্ছে। অনেক গ্রাহকের অভিযোগ যে, বিনা অনুমতিতে বা জোর করে তাদের বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা সামনে আসছে।
আরও পড়ুন : মাসে ৭০০০ টাকা দিচ্ছে সরকার, নতুন প্রকল্পে এক্ষুনি আবেদন করুন