‘স্যালাইন এমপি মানছি না!’ শতাব্দীর বিরুদ্ধে স্লোগান দলীয় কর্মীদের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :-  বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে স্লোগান মুখরিত হল তাঁরই দলের কর্মী সমর্থকেরা (TMC)। বুধবার বীরভূমের মুরাইয়ে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করে ঘাসফুল শিবির। সেই মিছিল থেকে শতাব্দী রায়ের (Satabdi Roy) বিরুদ্ধে স্লোগান ওঠে, ‘স্যালাইন এমপি-কে মানছি না, মানব না।’

যেদিন ওয়াকফ বিল পাশ হয় সেদিন সংসদে ছিলেন না শতাব্দী রায়। তাঁর অনুপস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। যদিও শতাব্দী নিজে জানিয়েছিলেন, ওইদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, নিতে হয়েছিল স্যালাইন।  কিন্তু তাঁর এই ব্যাখ্যায় মন ভেজেনি তৃণমূলের কারুরই। তারই বহিঃপ্রকাশ দেখা গেল মুরারইয়ে। যে মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়, সেখানে তৃণমূল সাংসদের বিরুদ্ধেও স্লোগান ওঠে।

আরও পড়ুন:- ডায়মন্ড হারবারে ভোটে কারচুপি করে জিতেছেন অভিষেক! শুনানি হবে হাইকোর্টে

যদিও স্লোগান প্রসঙ্গে শতাব্দী রায় বলেন, ‘আমি মনে করি না, যাঁরা এমন স্লোগান দিচ্ছেন, তাঁরা দলের কেউ। দলকে যাঁরা ভালবাসেন তাঁরা এমন করবেন না।

অন্যদিকে, মুরারই-১ ব্লকের (Birbhum) তৃণমূল সভাপতি বিনয়কুমার ঘোষ বলেন, ‘কেউ হয়তো বলে ফেলেছে। এটা বড় করে ধরলে হবে না। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।’

আরও পড়ুন:- মাথার সামনের চুল গজানোর ঘরোয়া উপায় জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন