হঠাত্‍ তসলিমাকে কলকাতায় ফেরাতে BJP-র তোড়জোড়, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিধানসভা নির্বাচন (Assembly Election) এক বছরের মধ্যেই। তাই রাজ্যের রাজনৈতিক অঙ্গন সরগরম। বিভিন্ন দল নিজেদের কৌশল সাজাচ্ছে, পায়ের তলার মাটি শক্ত করতে ব্যস্ত। এরই মধ্যে বিজেপি সাংসদ তথা রাজ্যের মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) রাজ্যসভায় তসলিমা নাসরিনকে (Taslima Nasrin) কলকাতায় ফিরিয়ে আনার দাবি জানিয়ে এক নতুন রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন।

কোন পথে বিজেপি?
রাজ্যসভায় জিরো আওয়ারে শমীক ভট্টাচার্য বলেন, ‘‘তসলিমা নাসরিন উপন্যাস লিখেছিলেন লজ্জা, যেখানে হিন্দুদের ওপর অত্যাচারের বর্ণনা রয়েছে। বাংলাদেশ তাঁকে বিতাড়িত করায় কলকাতা তাঁকে আশ্রয় দিয়েছিল। ভারত এমনই এক দেশ যেখানে কেউ বিপদে পড়লে আশ্রয় দেওয়া হয়। তসলিমা তাঁর প্রাণের শহর কলকাতায় ফিরতে চান, বাংলায় কথা বলতে চান।’’

শমীক ভট্টাচার্যের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা— তাহলে কি ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তসলিমাকে তাদের রাজনৈতিক কৌশলের অংশ করতে চাইছে?

তসলিমার প্রতিক্রিয়া
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তসলিমা নাসরিন বলেন, ‘‘আমি বিজেপি সাংসদকে ধন্যবাদ জানাই। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। আমি কলকাতায় ফিরতে চাই। আমি কি কোনও সিরিয়াল কিলার যে আমাকে এখানে ঢুকতে দেওয়া হবে না?’’

তিনি আরও বলেন, ‘‘আমার একটি বাংলা ধারাবাহিক দুঃসহবাস সম্প্রচারিত হওয়ার কথা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটি বন্ধ করে দিয়েছেন। রাজনৈতিক দলগুলো ধর্মকে ব্যবহার করেই টিকে থাকে। সিপিএম আমলেও আমাকে কলকাতা ছাড়তে হয়েছিল।’’

নির্বাচনের আগে বিজেপির নতুন চাল?
প্রশ্ন উঠছে, তাহলে কি বিধানসভা ভোটের আগে বিজেপি নতুন অস্ত্র হিসেবে তসলিমাকে ব্যবহার করতে চাইছে? তবে কি গেরুয়া শিবিরের প্রচারে দেখা যাবে তাঁকে? তসলিমা নাসরিন দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করলেও কলকাতায় তাঁর ঠাঁই হয়নি। এবার বিজেপির দাবি আদৌ বাস্তবে পরিণত হবে নাকি নির্বাচনী রাজনীতির অংশ হয়ে থেকে যাবে, তা সময়ই বলবে।

আরও পড়ুন:- ফোন হ্যাক করা হয়েছে কি না, কেমন করে বুঝবেন? জেনে নিন

আরও পড়ুন:- গুগল ম্যাপে লেখা ‘পুলিশ এখানে ধরে, টাকা নেয়’ ! নেপথ্যে কারা ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন