Bangla News Dunia, Pallab : হঠাৎই সমস্যার মুখে রিলায়েন্স জিওর গ্রাহকরা। দুপুর ১টা ৩০ মিনিটের পরই হঠাৎ উড়ে যায় জিওর নেটওয়ার্ক। সমস্যায় পড়েন দেশের হাজার হাজার গ্রাহক। নেটওয়ার্ক উড়ে যাওয়ায় জিওর সিম থেকে ফোন বা সেই সিমে ইন্টারনেট ব্যবহার, কোনও কিছুই করা যাচ্ছিল না সঠিকভাবে।
তথ্য বলছে, পূর্ব ভারতে জিও ব্যবহারকারীদের একাংশ এই সমস্যার মুখে পড়েন। বিশেষত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের গ্রাহকরা এই সমস্যার সম্মুখীন হন। তবে শুধু জিওর মোবাইল নেটওয়ার্ক নয়, উড়ে যায় জিও ফাইবারের নেটওয়ার্কও। মঙ্গলবার অফিস টাইমের মধ্যে হঠাৎ নেটওয়ার্ক উড়ে যায় জিও ইন্টারনেট।
আর বর্তমান যুগে সমাজ জীবনের সঙ্গে ইন্টারনেট যে ভাবে জুড়ে গিয়েছে, তার পর ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় তোলপাড় হয়ে যায় নেটপাড়া। এক্স হ্যান্ডেলে মানুষ তাঁদের ক্ষোভ উগরে দিতে থাকেন