Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এসে গেছে ঘোর বর্ষার মৌসুম। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। প্রয়োজনের তাগিদেই বাহিরে বের হতে হয়। নিত্য প্রয়োজনীয় কাজের অংশ হয়ে উঠে মোবাইল ফোনটিও যা অবশ্যই সঙ্গে নিতে হয়। কারণ বর্তমানে চলার পথে ইন্টারনেট ব্যবহার থেকে শুরু করে হাজারো কাজ করা হয় এই মোবাইল ফোনে।
কিন্তু হঠাৎ বৃষ্টিতে ভিজে যেতে পারে আপনার মোবাইল ফোনটি। তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা না দিলে অকেজো হয়ে যেতে পারে।
তাহলে কি করবেন ——-
১. বৃষ্টির কবল থেকে প্রয়োজনীয় মোবাইল ফোনটি বাঁচাতে অবশ্যই মোবাইল কভার ব্যবহার করুন।
২. মোবাইল ফোনটিকে সুরক্ষিত রাখতে ওয়াটারপ্রুফ ব্যাগে বা প্লাস্টিক বা পলিথিন ব্যাগের মধ্যে রাখুন।
৩. বাহিরে বের হলে বৃষ্টিতে চলাকালীন অবস্থায় ফোন দিয়ে কথা বলা বা ছবি উঠানো থেকে বিরত থাকুন।
৪. মোবাইল ফোন একান্তই বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব ফোনের সুইচড অফ করে দিতে হবে। সিম কার্ড ও ব্যাটারি খুলে ভালমতো নরম কাপড় বা টিস্যু দিয়ে জল মুছে দিতে হবে।
৫. ডিসপ্লে , সার্কিট ব্যাটারি, কি প্যাড, ফোনের কেসিং ফ্যানের বাতাসে খুব ভালোভাবে শুকিয়ে নিন।
৬. ভেজা ফোনটি খুলে এর ভেতরে লেগে থাকা জল মুছে নিন। টিস্যু দিয়ে ভাল করে মুছে রেখে দিন এতে করে ফোনের ভেতরে লেগে থাকা জল শুষে নিবে।
৭. সবশেষে সমস্যা না মাইটেল ফোনটিকে নিজ থেকে মোবাইল ফোন সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “
বিশেষ বিজ্ঞপ্তি :– সারা দেশে করোনা সংক্রমন নিম্নমুখী। এই পরিস্থিতিতে আরও সচেতন হন। মাস্ক পড়ুন।