হতে পারে আত্মঘাতী হামলা ! বিরাট নিরাপত্তা দলাই লামা-কে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- নিরাপত্তা বাড়ানো হল তিব্বতি ধর্মগুরু দলাই লামা(Dalai Lama)-র। উল্লেখ্য, সম্প্রতি দলাই লামার উপর হামলার সম্ভাবনার খবর আসে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের কাছে। সূত্রের খবর, সেই তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার এই ধর্মগুরুর নিরাপত্তা বাড়িয়ে জেড-ক্যাটাগোরি(Z-category)-র করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে।

আরো পড়ুন :- ‘দেশের শ্রমিকরা কাজ করতে চায় না’, ফের বিতর্কিত মন্তব্য L&T প্রধানের

জানা গিয়েছে, এই নতুন নিরাপত্তা ব্যাবস্থায় দলাই লামার সঙ্গে থাকবেন মোট ৩৩ জন নিরাপত্তারক্ষী। হিমাচল প্রদেশের ধর্মশালায় তাঁর বাসভবনে সশস্ত্র নিরাপত্তা রক্ষী, তাঁর সর্বক্ষনের নিরাপত্তার জন্য নিজস্ব নিরাপত্তা আধিকারিক সহ সশস্ত্র কমান্ডোরা নিযুক্ত থাকবেন ৮৯ বছর বয়সি এই ধর্মগুরুর নিরাপত্তায়। সূত্রের খবর,সম্প্রতি দলাই লামার উপর হামলা হতে পারে বলে আইবি(Intellegence Bureau)-র পেশ করা এক রিপোর্টের ভিত্তিতেই স্বরাষ্ট্র মন্ত্রকের এমন সিদ্ধান্ত।

আরো পড়ুন :- থাকছেন না ‘অপয়া’ আম্পায়ার ! ICC-র সিদ্ধান্তে চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাবে ভারত ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন