হনুমান চালিশায় আপনার স্বাস্থ্যের গোপন রহস্য লুকিয়ে রয়েছে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- সকলেই চায় তার ও তার পরিবারের শরীর স্বাস্থ্যে ভালো থাকুন , কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা একদমই সম্বভ নয়। প্রায় মানুষই বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগেন। কিন্তু যদি স্বাস্থ্যেও উন্নতি করা যায় তবে রোগ ব্যাধি থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। আমাদের স্বাস্থ সঠিক রাখতে গেলে ইমিউন শক্তি বৃদ্ধি করতে হবে। সাধারণত আমরা জানি আমাদের খাবার উপর ভিত্তি করে আমাদের ইমিউন শক্তি বৃদ্ধি পায় ,  কিন্তু এই কথা সব জায়গায় সঠিক নয়।

আমাদের ইমিউন শক্তি আমাদের ভয় , ক্রোধ , হতাশা , অনিশ্চয়তা , মানসিক চাপ এই সকল জিনিসের সাথে যুক্ত। তাই আপনি যতই ভালো খাবার গ্রহণ করুন না কেনো আপনার মধ্যে যদি এই জিনিস গুলো থাকে তবে তা আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলবে। তবে এর থেকে মুক্তি দিতে হনুমান চালিশা আপনার উপকারে আসতে পারে।

আরো পড়ুন :- জানুন ঠাকুর ঘরে ঠাকুরের মুখ কোন দিকে রাখা উচিত

ধর্মীয় মতে মঙ্গলবার বজরংবলীর দিন। এই দিন মানুষ বজরংবলীর পুজো করেন। হনুমান চালিশার মাধ্যমেই আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। হনুমান চালিশা পাঠের মাধ্যমে আপনি আধ্যাতিক শক্তি অর্জন করতে পারবেন। আর আধ্যাতিক শক্তি মানুষের মধ্যে থাকা নেগেটিভ শক্তিকে বিনাশ করে। ফলে মানুষের মনে নেগেটিভ বিচারধারা গিয়ে পজিটিভ বিচারধারা প্রবেশ করে।

niladri misra

এর ফলে মানুষের মধ্যে ভয় , রাগ , ক্রোধ , হিংসা , অনিশ্চয়তা , মানসিক অবসাদ দূর হয়ে মনে আসে শান্তি। যার ফলে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পায় ও আপনি যেই খাবারই গ্রহণ করুন না কেনো আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটে। এছাড়া হনুমান চালিশা পাঠের ফলে শক্তি , বুদ্ধি , জ্ঞান বৃদ্ধি পায়। এছাড়া বজরংবলীকে সঙ্কট মোচক বলা হয় , তিনি আপনাকে সকল সংকট থেকে মুক্তি করবেন। ফলে প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন।

আরো পড়ুন :- এই চারটি গ্রহ ডিভোর্স ও ব্রেকআপ এর জন্য দায়ী , জানুন এর উপায়

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

————————————————————————–

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন