উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৯০ ফুট উঁচু হনুমানের ‘স্ট্যাচু অব ইউনিয়ন’ মূর্তি নিয়ে বিতর্ক উসকে দিলেন টেক্সাসের রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান। তিনি এক্স-এ লিখেছেন, ‘আমরা কেন এখানে ভুয়ো হিন্দু দেবতার মূর্তি রাখতে দিচ্ছি? আমরা তো একটা খ্রিস্টান দেশ।’
বাইবেলের উদ্ধৃতি দিয়ে হনুমান সহ অন্যান্য ধর্মের মূর্তি নির্মাণেও আপত্তি তুলেছেন ডোনাল্ড ট্রাম্পের দলের প্রাদেশিক এই নেতা। তিনি লিখেছেন, ‘আমি (অর্থাৎ যিশু) ছাড়া আপনার অন্য কোনও ঈশ্বর থাকা উচিত নয়। জলে, স্থলে অথবা অন্তরীক্ষে আপনি নিজের জন্য কোনও ধরনের মূর্তি বা কোনও কিছুর প্রতিমূর্তি তৈরি করতে পারেন না।’
রিপাবলিকান নেতার এহেন মন্তব্যের তীব্র সমালোচনা হয়েছে সমাজমাধ্যমে। হিন্দু আমেরিকান(America) ফাউন্ডেশন (এইএএফ) তাঁর মন্তব্যকে ‘বিরূপ এবং উসকানিমূলক’ বলে নিন্দা করেছে। একই সঙ্গে সংগঠনের তরফে নোটিশ দেওয়া হয়েছে টেক্সাস রিপাবলিকান পার্টিকে। নেটিজেনরাও মনে করিয়েছেন, যুক্তরাষ্ট্রের(America) সংবিধান ধর্মাচরণে স্বাধীনতা দেয়। এক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি হিন্দু নন বলে সেটা (হিন্দু দেবদেবী) মিথ্যা নয়। বেদ প্রায় ২০০০ বছর আগে রচিত, যা খ্রিস্টধর্মকেও প্রভাবিত করেছে।’
২০২৪ সালে উন্মোচিত ‘স্ট্যাচু অব ইউনিয়ন’ যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু হিন্দু স্মৃতিস্তম্ভগুলির একটি। চিন্নাজির স্বামীজির কল্পনায় তৈরি আমেরিকার তৃতীয় সর্বোচ্চ মূর্তি এটি।
হনুমান মূর্তি নিয়ে রিপাবলিকান নেতার মন্তব্যে বিতর্ক আমেরিকায়
Published on:

