হরিহরপাড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, চোখের নিমেষে আগুনের গ্রাসে বাড়ি থেকে আস্ত গাছ!

By Bangla News Dunia Dinesh

Published on:

হরিহরপাড়া: গ্রামবাসীদের চোখের সামনে ঘটে গেল বিধ্বংসী অগ্নিকাণ্ড! আগুনের লেলিহান শিখা নিমেষে গ্রাস করে ফেলল গৃহকর্তার বাড়ি থেকে পেল্লাই সাইজের আস্ত খেজুর গাছ পর্যন্ত। রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর মহকুমার অন্তর্গত হরিহরপাড়া এলাকায়।

জানা গিয়েছে, এদিন প্রচন্ড গরমের মধ্যে গ্রামের বাসিন্দা সেন্টু শেখ বাড়ির বাইরে দালানে বসে ছিলেন। এমন সময় আচমকাই তাঁর বাড়ির গোয়ালঘর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তিনি। এরপর কয়েক মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে তাঁর বাড়ি থেকে শুরু করে আশেপাশের খেজুর গাছ পর্যন্ত। এমন ভয়াবহ অগ্নিকাণ্ড চোখের সামনে দেখে আতঙ্কে সবাই ছোটা ছুটি শুরু করে দেন প্রাণে বাঁচার জন্য। এরপর প্রাথমিক ধাক্কা কাটিয়ে দীর্ঘ প্রচেষ্টার পরে গ্রামবাসীরা পাইপের মাধ্যমে পাম্পের জল দিয়ে কোনও রকমে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন