হলদিয়া ডকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত , বিভিন্ন পদে নিয়োগ করছে সংস্থা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : হলদিয়া ডকের তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় মিডিয়া এক্সিকিউটিভ, স্টেশন মাস্টার সহ আরো বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) :

আমরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করেছি শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে।

পোষ্ট তারিখ (Post Date) :

উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তি শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের তরফ থেকে প্রকাশিত হয়েছে চলতি এপ্রিল মাসেই।

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে মোট 5 ধরনের পদে। সেগুলি হলো –

  • Media Executive
  • Station Master
  • Commercial Duty
  • Cabin Assistant and Pointsman
  • Permanent Way Inspector

বয়সসীমা (Agency Limit) :

সমস্ত পদগুলিতে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 57 বছরের মধ্যে, কিন্তু যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে নিজেদের চাকরির জন্য আবেদন জানাবেন, তারা সরকারি নিয়মানুযায়ী নির্দিষ্ট হারে বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে 46,500 টাকা পর্যন্ত।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট শূন্যপদ রয়েছে 32টি।

আবেদন পদ্ধতি (Application Process) :

এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। তার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেই ফর্মটিকে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেই ফরমের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টের জেরক্স কপি সংযুক্ত করে নিচেও লিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের কেবিন মাস্টার, গুলিতে আবেদন জানানোর পর প্রাচীরের নিয়োগ প্রক্রিয়ার জন্য ডাকা হবে। এক্ষেত্রে মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমেই যোগ্য চাকরিপ্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদনের সময়সীমা (Application Deadline) :

এখানে আবেদন করা যাবে আগামী 16.05.2025 তারিখ পর্যন্ত।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন