হাঁটতে হাঁটতে আলোচনায় ব্যস্ত, শাহবাজের দিকে ফিরেও তাকালেন না মোদি-পুতিন

By Bangla News Dunia Dinesh

Published on:

চিনের তিয়ানজিনে এসসিও সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে এড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (যদিও সত্যতা যাচাই করেনি)। ভিডিওতে দেখা যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন মোদি। আলোচনায় ব্যস্ত তাঁরা। তাঁদের যাত্রাপথের এক ধারে দাঁড়িয়ে শরিফ। তাঁর দৃষ্টি মোদি-পুতিনের দিকে। কিন্তু দুই রাষ্ট্রপ্রধানের কেউই তাঁর দিকে ফিরে তাকাননি। এই ভিডিওকে ঘিরেই শুরু হয়েছে চর্চা। নেটিজেনদের অনেকেই বলছেন, ইচ্ছাকৃতভাবে শাহবাজকে এড়িয়েছেন দুই রাষ্ট্রপ্রধান।

সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত-পাক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ২২ এপ্রিল পহলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সিন্ধু জলচুক্তি বাতিল করে। ৭ মে ‘অপারেশন সিঁদুর’ শুরু হয়। পাক অধিকৃত কাশ্মীরে নির্ভুল প্রত্যাঘাত হেনে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি। এসবের পর সম্প্রতি মার্কিন সফরে গিয়ে ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। যার জেরে দুই প্রতিবেশীর সম্পর্ক আরও তিক্ত হয়েছে। এসব কারণেই মোদি শাহবাজকে এড়ালেন বলে মনে করা হচ্ছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন