‘হাইকোর্টের নজরদারি না থাকলে…’রাজ্য সরকারকে ভর্ৎসনা প্রধান বিচারপতির !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সরকারি স্কুল গুলোর পোশাক থেকে শুরু করে সেতু, বাতি স্তম্ভ এবং সড়ক থেকে সরকারি ভবন সব কিছুই নীল–সাদা রঙ দেখতে পাওয়া যায়। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট রং রঙ হয়ে গিয়েছে নীল–সাদা। কিন্তু এই রঙের বিরুদ্ধে অনেকে নানা সমালোচনা করে। সেই কারণে তাই নীল সাদা রঙ নিয়ে এবার এক জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আর সেই মামলার শুনানিতে এবার প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।

আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত

নীল সাদা রং নিয়ে হাইকোর্টে মামলা

কলকাতা হাইকোর্টে মামলাকারীর অভিযোগ ছিল যে, এয়ারপোর্ট থেকে কলকাতা এবং শহরের বিভিন্ন রাস্তায় গার্ডরেলে যে নীল-সাদা রঙ করা হয়েছে, তার ফলে রাতের দিকে দুর্ঘটনা বাড়ছে। কারণ, অন্ধকারে ওই নীল-সাদা রঙটা চালকেরা স্পষ্ট করে বুঝতে পারেন না। এক্ষেত্রে যদি আগের মতো হলুদ বা সাদা-কালো রঙ করা হয়, তাহলে তা চালকদের পক্ষে সুবিধেজনক হবে বলে মনে করা হচ্ছে। এতে দুর্ঘটনা কমবে। তাই এই নিয়ে হাইকোর্টে মামলা করা হয়।

আরও পড়ুন : নারী দিবসের আগে মহিলাদের অ্য়াকাউন্টে 2500 টাকা, জানতে পড়ুন বিস্তারিত

রং নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি

কিন্তু আবেদনকারীর আবেদনপত্রে ট্রাফিক সংক্রান্ত ওই মামলার ছবি নিয়ে বিতর্ক থাকায় আদালত আবেদনটি গ্রহণ করেনি। তাই ছবি সংক্রান্ত সমস্যা থাকায় আবেদনকারীকে আবার আদালতে আবেদন জমা করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী সপ্তাহে ওই মামলার শুনানি হবে। তবে ওই মামলার সূত্র ধরেই রাজ্যকে প্রশ্ন করতে ছাড়েনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। গতকাল এই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘‌ভাগ্যিস জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ হাইকোর্টের নজরদারিতে রয়েছে, না হলে ওখানেও তো আপনারা নীল–সাদা রঙ করে দিতেন!’

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন