হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ ! ওবিসি মামলায় বড় স্বস্তি রাজ্যের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যের নতুন ওবিসি সংরক্ষণ তালিকায় দেশের সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ। রাজ্যের OBC বা অনগ্রসর শ্রেণি তালিকা নিয়ে জটিলতার মধ্যে রাজ্য সরকারের পক্ষে বড় স্বস্তি এসেছে। সুপ্রিম কোর্ট সোমবার রাজ্য সরকারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে। এর ফলে রাজ্যের ওবিসি তালিকা আপাতত বহাল থাকছে।

আরও পড়ুন : ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়’, বিএলও’দের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সুপ্রিম কোর্টের বেঞ্চ মন্তব্য করেছে, “এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে হাইকোর্ট কীভাবে এই ধরনের স্থগিতাদেশ দিল, তা বিস্ময়কর।” সর্বোচ্চ আদালত দুই সপ্তাহের মধ্যে পুরো বিষয়ে শুনানি করার নির্দেশ দিয়েছে।

এর আগে ১৭ জুন কলকাতা হাইকোর্ট ২০১০ সালের সংশোধিত ওবিসি তালিকা অনুযায়ী ১৪০টি সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার বিজ্ঞপ্তি স্থগিত করেছিল। এতে করে রাজ্যের বিভিন্ন সরকারি নিয়োগ প্রক্রিয়ায় সমস্যা তৈরি হয় বলে জানা গেছে।

রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “এই আদেশ রাজ্যের নৈতিক বিজয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে” – বলে এক্স সমাজ মাধ্যমে টুইট করে জানান।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন, দেখে নিন সকলের প্রয়োজনীয় গুরুত্বপুর্ন প্রশ্ন-উত্তর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন