হাইকোর্টে উঠল TET OMR মামলা, CBI তদন্তের পর এবার কোন পথে এগোবে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কলকাতা হাইকোর্টে আবার উঠল ২০১৪ সালের প্রাইমারি টেট OMR কেলেঙ্কারি মামলা। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে ১৮ই আগস্ট, ২০২৫-এ এই মামলার শুনানি হতে চলেছে, যা পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরিপ্রার্থীর ভাগ্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। এই মামলা, যা রবিউল হক বনাম পশ্চিমবঙ্গ রাজ্য নামে পরিচিত, দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের সাক্ষী থেকেছে এবং এর প্রতিটি শুনানি চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশা ও উদ্বেগের সঞ্চার করেছে।

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

মামলার প্রেক্ষাপট ও ইতিহাস

২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষা এবং তার OMR শিট সংক্রান্ত অস্বচ্ছতার অভিযোগকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। মামলাকারীদের প্রধান দাবি, বারবার আরটিআই আবেদন এবং নির্দিষ্ট অর্থ জমা দেওয়া সত্ত্বেও তাঁরা তাঁদের মূল OMR শিট দেখতে পাননি। এই মামলাটি প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ছিল এবং তাঁর রায়ে বহুবার আলোড়ন সৃষ্টি হয়েছিল। সর্বশেষ, বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে ৫ই জুলাই, ২০২৪-এ এর শুনানি হয় এবং বর্তমানে এটি ১৮ই আগস্ট শুনানির জন্য ৭১ নম্বরে তালিকাভুক্ত হয়েছে।

আদালতের পূর্ববর্তী নির্দেশ

গত শুনানিতে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ সিবিআই-কে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য হল:

  • সমস্ত মূল OMR শিট, নষ্ট হয়ে যাওয়া OMR শিট এবং সার্ভার কপি খুঁজে বের করে আদালতে পেশ করতে হবে।
  • প্রয়োজনে সফ্টওয়্যার ও আইটি বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে।
  • এনআইসি, উইপ্রো, টিসিএস বা ইনফোসিসের মতো সংস্থার প্রযুক্তিগত সহায়তা নিয়ে OMR শিটগুলির অবস্থান চিহ্নিত করতে হবে।

এই নির্দেশগুলি প্রমাণ করে যে, আদালত এই কেলেঙ্কারির গভীরে গিয়ে সত্য উদঘাটন করতে বদ্ধপরিকর।

আরও পড়ুন : প্রথম চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন