Bangla News Dunia, Pallab : বিদ্যুতের হাই ভোলেটেজের তার ছিড়ে মৃত্যু হল এক মহিলার। সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুটি গবাদি পশুর। শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের কোচাধামন ব্লকের বগলবাড়ী গ্রামের ১২ নম্বর ওয়ার্ডে। এই ঘটনার প্রতিবাদে এদিন সকালে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
মৃত মহিলার নাম অঞ্জু দেবী। বাড়ি বগলবাড়ী গ্রামে। মহিলার স্বামী শনিচরা মণ্ডল ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। এই দম্পতির চারটি নাবালক সন্তান আছে। জানা গিয়েছে, এদিন সকালে দুটি ছেলে ও দুইটি মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন অঞ্জু দেবী। আচমকাই তাঁদের কুড়ে ঘরের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তার ছিড়ে পড়ে ঘরের ওপর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অঞ্জু দেবীর। অল্পের জন্য প্রাণে বেঁচে মহিলার চার সন্তান। এই ঘটনায় মৃত্যু হয়েছে দুটি গবাদি পশুর।
এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতি বলে অভিযোগ স্থানীয়দের। তাঁরা জানিয়েছেন, গ্রামের ৮-১০টি বাড়ির ওপর দিয়ে গিয়েছে হাই ভোল্টেজ তার। বারবার বিদ্যুৎ পরিবাহী তারটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার আবেদন করলেও, গ্রামবাসীদের কথায় কর্ণপাত করেনি বিদ্যুৎ দপ্তর। এদিনের ঘটনার প্রতিবাদে স্থানীয়রা গ্রামসংলগ্ন রাজ্য সড়ক মস্তানচকে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কিশনগঞ্জ সদর হাসপাতালে।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন