হাই এর পর এবার প্রাথমিক ! আজ হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের এসএসসি’তে (SSC Recruitment Case Verdict) নিয়োগের পুরো প্যানেল বৃহস্পতিবার বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি। এবার নজরে প্রাথমিক। কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Corruption Case) মামলার শুনানি। যার ওপর নির্ভর করছে প্রায় ৬০ হাজার প্রাাথমিক শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ।

আরও পড়ুন:- টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কর্মচারীকে কুকুরের মতো হাঁটানো হল, কোথায় ঘটলো এমন ঘটনা ?

সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডি‌ভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গিয়েছে। অপর একটি মামলার শুনানি হতে পারে সিঙ্গল বেঞ্চে। সেখানে আদালত কী রায় দেয়, তা নিয়েও কৌতূহল সবার।

আরও পড়ুন:-  ভারতীয় সিনেমার গল্প নিয়ে তৈরি হয়েছে একাধিক হলিউড ছবি! বিস্তারিত জেনে নিন

প্রায় এক বছর ধরে বন্ধ হয়ে থাকা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির বিভিন্ন মামলার শুনানি শুরুর বিষয়ে আর্জি জানাতে উদ্যোগী হয়েছেন মামলাকারীরা। এই মামলায় তৎকালীন বিচারপতি তথা বর্তমান তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। এদিন ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি রয়েছে।

আরও পড়ুন:- ডকুমেন্ট আপনার, সিমকার্ড তুলেছে অন্য কেউ। কী ভাবে বুঝবেন? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন