Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কুড়ুল দিয়ে গলা কেটে 4 সন্তানকে খুন করল বাবা । তারপরেই নিজেকেও শেষ করে দেয় সে ৷ ভয়াবহ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে । বৃহস্পতিবার সকালে তা জানতে পারে লোকজন । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে ৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, স্ত্রী’র সঙ্গে বিরোধের কারণেই এই ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি ৷
ঘটনাটি ঘটেছে রোজা থানা এলাকার মানপুর চাচারি গ্রামে । রাজীব (36) তার 13 বছর বয়সি মেয়ে স্মৃতি, 9 বছরের মেয়ে কীর্তি, প্রগতি (7) এবং ঋষভকে (5) ঘুমন্ত অবস্থায় কুড়ুল দিয়ে গলা কেটে একে একে হত্যা করে । এই চাঞ্চল্যকর ঘটনার পর, তিনি নিজেকেও শেষ করেন ।
আরও পড়ুন:- জেলা ম্যাজিস্ট্রেট অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখেনিন
রাজীবের বাবা পৃথ্বীরাজ সে সময় ঘরের বাইরে ঘুমাচ্ছিলেন । তিনি জানান, বৃহস্পতিবার সকালে যখন তিনি ঘুম থেকে ওঠেন, তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল । বারবার ফোন করা সত্ত্বেও কোনও সাড়া মেলেনি । এরপর কোনওভাবে তিনি ঘরের ভেতরে পৌঁছে ভয়াবহ দৃশ্য দেখতে পান ৷ তিনি দেখেন, ভেতরে তাঁর নাতি-নাতনিদের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে । সারা ঘরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে । রাজীবের মৃতদেহও কাছেই পড়ে ছিল ।
ঘটনার সময় রাজীবের স্ত্রী বাড়িতে ছিলেন না । তিনি তাঁর বাবা-মায়ের বাড়িতে গিয়েছিলেন । শাহজাহানপুরের পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী বলেন, ‘‘রোজা থানা এলাকার একটি গ্রামে খবর পাওয়া গিয়েছে যে মানসিক অসুস্থতা এবং পারিবারিক দ্বন্দ্বের কারণে এক যুবক তার চার সন্তানকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ।’’
আরও পড়ুন:- ওষুধ ছাড়াই প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতিতে উচ্চ রক্তচাপ কমানোর উপায় জেনে নিন
আরও পড়ুন:- এই ‘ছোট্ট’ ভুলে প্রতিমাসে বাড়ছে ইলেকট্রিক বিল! সমাধান জেনে নিন