Bangla News Dunia, Pallab : হামলাকারীদের কল্পনাতিত সাজা দেওয়া হবে’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গর্জে উঠে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিহারের মধুবনীতে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানের শুরুতে পহেলগাঁওয়ে নিহতদের স্মৃতিতে নীরবতা পালন করেন মোদি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন
এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘পহেলগাঁওয়ে নিরীহদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা। এই হামলা শুধু পর্যটকদের ওপর নয়, এই হামলা ভারতের আত্মার ওপর হামলা। নিহতদের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। জঙ্গিদের ঘাঁটি মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসে গিয়েছে। সন্ত্রাসবাদীদের কোমড় ভেঙে দেওয়া হবে। হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা কল্পনাও করতে পারবে না তাদের কী শাস্তি হতে চলেছে।’
মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গিদের এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ২৬ জন পর্যটকের। আহত হয়েছেন আরও অনেকে। জঙ্গিদের খোঁজে উপত্যকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। বৃহস্পতিবার সকালেও উধমপুরে জঙ্গি খোঁজে অভিযান চালায় যৌথ বাহিনী। জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান।