Bangla News Dunia, Pallab : রমজান শেষ। মুসলিমদের পবিত্র মাসেও নমনীয়তা দেখাননি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাস নিধনে প্যালেস্তিনীয়দের ওপর যথেচ্ছ হামলা চালিয়েছে আইডিএফ। হতাহতের সংখ্যা শতাধিক। এই আবহে নেতানিয়াহুর হুংকার, প্যালেস্তিনীয় জঙ্গিগোষ্ঠী হামাসকে সম্পূর্ণ অস্ত্র ত্যাগ করতে হবে। তবেই অবরুদ্ধ গাজা থেকে ছাড়া পাবে তারা।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
হামাসের মধ্যে চিড় দেখা দিয়েছে বলে দাবি করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। হামাস গাজা থেকে সরে যাক তা চাইছেন প্যালেস্তিনীয়দের একাংশ। সম্প্রতি গাজার রাস্তায় তাঁদের স্লোগান দিতে দেখা গিয়েছে। সমাজমাধ্যমেও হামাসের বিরুদ্ধে মন্তব্য করেছেন প্যালেস্তিনীয় নেটিজেনরা। তাঁরা যুদ্ধ চাইছেন না। তাঁদের বক্তব্য হামাস সরে গেলে যদি শান্তি আনা সম্ভব হয় তবে হামাস দূর হটুক। নেতানিয়াহুর বক্তব্য, হামাস যথেষ্ট চাপে আছে। এই পরিস্থিতিতে মিশরের নয়া প্রস্তাবে রাজি হয়েছে হামাস। তারা জানিয়েছে, মার্কিন-ইজরায়েল নাগরিক এডান-আলেক্সাজান্ডার সহ পাঁচ পণবন্দিকে তারা মুক্তি দেবে।
নেতানিয়াহু সাফ জানিয়েছেন, হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। তবেই তাদের অবরুদ্ধ গাজা থেকে ছাড়া হবে। একইসঙ্গে গাজায় পৌঁছোবে মানবিক সাহায্য। শান্তি মধ্যস্থতাকারী মিশরের প্রস্তাবে ইজরায়েলও সম্মত। প্যালেস্তাইনে শান্তি ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে চলেছে ইজরায়েল। মিশরের প্রস্তাব জানার পর ইজরায়েলের পদস্থ কর্তাব্যক্তিদের সঙ্গে শনিবার একাধিক বৈঠক করেছেন নেতানিয়াহু। প্রথম পর্যায়ের সংঘর্ষ বিরতির মেয়াদ শেষ হওয়ার পর হামাস আর কোনও ইজরায়েলি পণবন্দিকে ছাড়েনি। ইজরায়েলও আক্রমণ শুরু করে। বন্ধ করে দেয় মানবিক সাহায্য যাওয়ার পথ।