হারিয়ে গেল শনির বলয়। কি ঘটনা ঘটলো জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সৌরমণ্ডলে শনিগ্রহ এমন এক গ্রহ যা অন্য সব গ্রহের থেকে আলাদা তার বলয়ের জন্য। সূর্যের সংসারের দ্বিতীয় বৃহত্তম গ্রহটিকে সবাই চেনেন তার চারধার ঘিরে গোল হয়ে থাকা বলয়ের জন্য।

এটাই শনিগ্রহের বৈশিষ্ট্য। সেই শনির বলয়টাই তো নেই! এখন তো শনিগ্রহকে আর পাঁচটা গ্রহের মত লাগছে। হারিয়ে গেছে শনিগ্রহের বলয়! রবিবার থেকে হারিয়ে গেছে বলয়টি।

তাহলে কি যা দেখার দেখা হয়ে গেছে! আর কখনও দেখা যাবেনা শনির বলয়? বাস্তবটা ঠিক তা নয়। শনিগ্রহের বলয় যেমন ছিল তেমনই আছে। কিন্তু পৃথিবী থেকে তাকে আর দেখা যাচ্ছেনা। কারণ পৃথিবী ও শনিগ্রহ এখন এমন এক কোণে অবস্থান করছে যে বলয়টির কেবল ধারটি দেখা যাচ্ছে।

আরও পড়ুন:- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

একটি কাগজের ধারকে যদি কেবল দেখা হয়, তাহলে যেমন তা প্রায় দেখাই যায়না, এক্ষেত্রেও তেমনটাই ঘটছে। তবে এই শনির বলয় মার্চ কাটলেই ফের দেখা যাবে।

তারপর তা ফের এভাবেই বিশেষ কোণে অবস্থানের জন্য হারিয়ে যাবে আগামী ২৩ নভেম্বর। এটা নতুন কিছু নয়। প্রতি ১৩ থেকে ১৫ বছরে একবার এমনটা হয়। শনির বলয় পৃথিবী থেকে আর দেখা যায়না। তবে তা ভ্যানিস হয়ে যায়না।

শনিগ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে ২৯ বছর ৬ মাসের মত সময়ে। এই একবার সূর্যকে প্রদক্ষিণের মধ্যে সে ২ বার পৃথিবীর সঙ্গে এমন দূরত্বে অবস্থান করে যে তার বলয় একটা সময়ের জন্য পৃথিবীর দৃষ্টিগোচর হয়না। আগামী নভেম্বরে ফের হারিয়ে যাওয়ার পর শনিগ্রহের বলয় ফের পৃথিবী থেকে দেখা যাবেনা ২০৩৮ সালে।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন