হার্টের  সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : হার্ট অ্যাটাক জীবন হরণকারী ঘটনা। অধিকাংশ সময়ই হার্ট অ্যাটাকের সময় কাছে বা আশপাশে কেউ না থাকলে মৃত্যু অবধারিত। তবে ওই সময় নিচে বর্ণিত পদ্ধতিটি অবলম্বন করে নিজেকে হার্ট অ্যাটাকের সময় অজ্ঞান হওয়ার হাত থেকে হয়তো বাঁচানো যাবে।

আরও পড়ুন : ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন 2025 – সম্পূর্ণ গাইড বাংলায়

★কারও যদি হার্টের সমস্যা থাকে, তবে মানসিক ভাবে সবসময় প্রস্তুত থাকা উচিত যে কোনো পরিস্থিতি মোকাবিলার।

★যদি বুঝতে পারেন আপনার হার্ট অ্যাটাক হচ্ছে বা হার্ট ঠিকমত কাজ করছে না বা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তবে বুঝতে হবে আপনার হাতে মাত্র ১০ সেকেন্ড সময় আছে।

★এ সময় বড় করে একটি নিঃশ্বাস নিন (বাতাস ফুসফুসের গভীর পর্যন্ত প্রবেশ করান), এবার খুব জোরে একটি কাশি দিন (যেভাবে বেশি ঠাণ্ডা লাগলে কফ বের করার জন্য মানুষ কাশি দেয়)।

★এভাবে প্রতি ২ সেকেন্ডে একটি করে বড় নিঃশ্বাস নিন এবং জোরে কাশি দিন সর্বশক্তি দিয়ে। এভাবে কোনো উপকার না পাওয়া পর্যন্ত বা হার্ট স্বাভাবিক বিট না দেয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে।

হার্টের  সমস্যার হোমিওপ্যাথি চিকিৎসা —-

Cactus , Cratigus, Arjun q , Digitalis etc.

যোগাযোগ — Dr. Pallab Chakraborty (9134684103)

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন