হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন বাংলাদেশের সরকারি আইনজীবী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানালেন বাংলাদেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মহম্মদ তাজুল হোসেন। শনিবার বিকেলে ঢাকায় একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা চলছে।

আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !

তাজুল বলেন, ‘ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আশা করছি, চুক্তির শর্ত মেনে ভারত হাসিনাকে ফিরিয়ে দেবে।’

তাঁর সংযোজন, ‘হাসিনা সহ গুরুত্বপূর্ণ কিছু মামলার তদন্ত প্রতিবেদন আমরা মার্চ মাসের মধ্যেই হাতে পেয়ে যাব বলে আশা করছি। তা পেলে এক-দেড় মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শুরু করে দেওয়া হবে।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, হাসিনার বিচার সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করছে না বাংলাদেশ।

আরও পড়ুন : চালু হচ্ছে আধারের নতুন পোর্টাল, কী কী সুবিধা পাবে সাধারণ মানুষ ?

গত বছর ৫ অগাস্ট গণবিক্ষোভের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। তিনি ভারতে আশ্রয় নেন। আপাতত ভারতেই আছেন। তাঁকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠিও দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু সেই চিঠির প্রাপ্তিস্বীকার করলেও ভারত এখনও তার জবাব দেয়নি।

আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন