হাসি তো ফাঁসি ! ফেসবুক পোস্টে ‘হাহা’ দিয়ে কোর্টের নোটিশ পেলেন যুবক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কথায় আছে, হাসি মানুষের অমূল্য সম্পদ ৷ কিন্তু সেই হাসিই হল বিপদের কারণ ৷ ধরুন কোনও গুরুতর পরিস্থিতি, আপনি ফিক করে হেসে ফেললেন ৷ তার জন্য অস্বস্তিতে পড়তে হয় বটে কিন্তু আইনি ঝামেলায় পড়তে হয়েছে বলে শুনেছেন কখনও ? এই ঘটনাই ঘটেছে অসমের কোকরাঝাড়ে ৷ যদিও ঠিক কান এঁটো করা হাসি নয়। আইনি ঝামেলায় জড়ানো যুবক সামাজিক মাধ্যমে একটি পোস্টে ‘হাহা’ ইমোজি দিয়েছিলেন ৷ সেটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল ৷

একটি ফেসবুক পোস্টের মন্তব্যে হাসির ইমোজি দিয়েছিলেন ওই যুবক । তাতেই রেগে যান পোস্টদাতা ৷ তাঁর করা মামলাতেই শেষ পর্যন্ত 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আদালতে গিয়ে জামিন নেন যুবক ৷ ওই যুবকের নাম অমিত চক্রবর্তী। ঢেকিয়াজুলির বাসিন্দা ৷ আইএএস অফিসার বর্ণালি ডেকার পোস্টে থাকা এই কমেন্টে প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি ৷ সেসময় কোকরাঝাড়ের জেলা কমিশনার ছিলেন বর্ণালি ৷ বর্তমানে তিনি নলবাড়ির ডিসি ৷ তাঁর দায়ের করা মামলাতেই বৃহস্পতিবার কোকরাঝাড়ের সিজেএম আদালতে জামিন পান অমিত চক্রবর্তী ।

কী হয়েছে ?

A haha emoji on Facebook landed Assam youth in legal trouble

ফেসবুক পোস্টে ‘হাহা’ দেওয়ার অপরাধে কোর্টে দৌড়তে হল 

 
 

অমিত চক্রবর্তীর আইনজীবী বীরু সাহার বিবরণ অনুযায়ী, 2023 সালের এপ্রিল মাসে নরেশ বড়ুয়া নামে এক নেটিজেন কোকরাঝাড়ের জেলা কমিশনার বর্ণালি ডেকার ফেসবুক পোস্টে এক লাইনের মন্তব্য করেছিলেন । মন্তব্যটি ছিল ‘আপনি কি আজ মেকআপে নেই ম্যাডাম ?’ যার উত্তরে অমিত চক্রবর্তী একটি হাসির ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ।

এই হাসির ইমোজির জন্যই বর্ণালি ডেকা কোকরাঝাড় থানায় অভিযোগ দায়ের করেন । অমিত সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সাধারণত আমরা ফেসবুকে নিয়মিত প্রচুর প্রতিক্রিয়া দিয়ে থাকি । যেখানে যত্ন, হাসি, দুঃখ ইত্যাদি ইমোজি থাকে । যখন আমি সেই ইমোজি প্রতিক্রিয়াটি দিয়েছিলাম তখন আমি জানতাম না যে পোস্টদাতা কে ৷ বুঝতে পারিনি যে তিনি একজন আইএএস অফিসার। আমি মন্তব্যটি দেখেছিলাম। মজার মনে হয়েছিল ৷ তাই হাহা ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলাম ।’’

পুরো ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ দাবি করে তিনি বলেন, ‘‘এটি 2023 সালের কথা । 23 জানুয়ারি কোকরাঝাড় থানার ওসির কাছ থেকে আমার কাছে ফোন আসে যে আমার নামে একটি মামলা আছে । আমি তাঁকে সমন পাঠাতে বলেছিলাম । ওসি মামলার বিস্তারিত জানাতে আগ্রহী না-হওয়ায় আমি একজন আইনজীবীর সাহায্য চেয়েছিলাম । তখনই জানতে পারি যে তৎকালীন কোকরাঝাড় জেলা কমিশনার বর্ণালি ডেকা আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৷ অবাক হচ্ছি যে সামান্য হাসির ইমোজি দেওয়ার ঢেকিয়াজুলি থেকে কোকরাঝাড়ে আসতে হল । 2023 সালে কোন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছিলাম তাও আমার ভালো করে মনে নেই! সামান্য কারণে এত হয়রানি হল ৷ তাও একজন আইএএস অফিসারের কাছ থেকে । আজ আমার অসুস্থ মাকে বাড়িতে একা থাকতে হচ্ছে । হাসির কারণে আমি অপরাধী ৷’’

আরও পড়ুন:- দামোদর ভ্যালি কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

আরও পড়ুন:- ৪০০ কিমি দূরের অফিসে ফ্লাইটে ‘ডেলি প্যাসেঞ্জারি’, কেন এই সিদ্ধান্ত ভারতীয় ‘সুপার মম’-এর ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন