Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘ফেক ছবি ছড়িয়ে উত্তেজনা ছড়ানো’র অভিযোগে বঙ্গ বিজেপির অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলের বিরুদ্ধে FIR দায়ের করল কলকাতা পুলিশ। করায়া থানায় কলকাতার এক ব্যক্তি লিখিত অভিযোগ জানান। তার ভিত্তিতেই FIR। পুলিশের তরফে জানানো হয়েছে, বিজেপির অফিসিয়াল X অ্যাকাউন্টের নাম FIR-এ উল্লেখ করা হয়েছে।
গত ১৩ এপ্রিল বিজেপির অফিসিয়াল X হ্যান্ডেল থেকে একটি ছবির কোলাজ পোস্ট করা হয়। সেখানে গণেশ চতুর্থী, সরস্বতী পূজা, রাম নবমী, হোলি, দীপাবলি, দুর্গাপুজো, হনুমান জয়ন্তী, দশেরা এবং সংক্রান্তির মতো নানা হিন্দু উৎসবের নাম লেখা। প্রতিটি ছবিতে হিংসার দৃশ্য। ক্যাপশনে লেখা – ‘Doesn’t matter the festival, they just need an excuse to burn it all down’। এর মাধ্যমে এই ইঙ্গিতই করা হয় যে, সব হিন্দু উৎসবের সময়েই হিংসা ছড়ায়। উল্লেখ্য, সেই সময়েই মুর্শিদাবাদে অশান্তি চলছিল। ফলে পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে সেই ছবি রিশেয়ারও করেন।
এরপরেই পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম সেল ওই ছবিগুলি যাচাই করে। পুলিশের দাবি, তদন্তে দেখা গিয়েছে ছবির দাবি মিথ্যা। বেশিরভাগ ছবিই অসম, উত্তরপ্রদেশ, কর্ণাটকের মতো রাজ্য থেকে নেওয়া। কোনও ছবিই হিন্দু উৎসবের সময়ের নয়। অধিকাংশ ছবি নেওয়া হয়েছে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলনের সময়ের বিভিন্ন ঘটনা থেকে।
পশ্চিমবঙ্গ পুলিশ তাদের অফিসিয়াল X অ্যাকাউন্ট থেকে একটি ফ্যাক্ট-চেক পোস্ট করা হয়।
এই পোস্টের পরেই বিজেপির তরফে সেই ভাইরাল কোলাজটি ডিলিট করে ফেলা হয়।
এরপরেই রবিবার করায়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ‘এই পোস্টটি ভুয়ো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে, যাতে সামাজিক ও রাজনৈতিক আবেগে আঘাত করা যায়। এহেন পোস্ট আইনশৃঙ্খলা নষ্ট করতে এবং কোনও ব্যক্তিকে উস্কানির মাধ্যমে অপরাধে প্ররোচিত করতে পারে।’
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ‘এই পোস্টের মাধ্যমে ধর্মীয় এবং রাজনৈতিক ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরির চেষ্টা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ইচ্ছাকৃতভাবে অপমানও করা হয়েছে।’
এই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের তরফে পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল X হ্যান্ডেলের ইউজারদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৬১(২), ১৯৬, ৩৫২, ৩৫৩ (২) ধারায় মামলা রুজু হয়েছে। কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।’
আরও পড়ুন:- মুর্শিদাবাদ-ভাঙড় হিংসায় বাংলাদেশি জিহাদিদের হাত, রিপোর্ট কেন্দ্রের
আরও পড়ুন:- শিয়ালদা স্টেশনে গরম ৭টি কচুরি-তরকারি-আচার মাত্র ১৫ টাকায় ।