হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, দিল্লির মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বিজেপি শাসিত দিল্লির আইন ও বিচারমন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে মঙ্গলবার এফআইআর দায়ের করার নির্দেশ দিল রাজধানীর রাউস অ্যাভিনিউ আদালত। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়া দিলি পুলিশকে অবিলম্বে মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়। কপিলের বিরুদ্ধে অভিযোগ, তাঁর প্ররোচনামূলক বক্তৃতা অশান্তি তৈরিতে অনুঘটকের কাজ করেছিল। হিংসা ছড়ায়। কিন্তু ওই ঘটনার তদন্তের চার্জশিটে কপিলের নাম না থাকায় যমুনাবিহারের বাসিন্দা মহম্মদ ইলিয়াস আদালতের দ্বারস্থ হন। আদালত তাঁর আবেদনে সাড়া দিয়েছে। দিল্লি পুলিশের বক্তব্য ছিল, সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে গোষ্ঠী হিংসায় কপিল মিশ্রের কোনও ভূমিকা ছিল না। তাঁকে হিংসায় ফাঁসানোর ষড়যন্ত্রের ইঙ্গিত মিলেছে। পুলিশের পক্ষ থেকে একথা জানানোর পরেও ঘটনাস্থলে কপিলের উপস্থিতির কথা উল্লেখ করে আদালত পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছে। ওই বছর ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে উত্তর-পূর্ব দিল্লিতে গোষ্ঠী হিংসায় নিহত হয়েছিলেন ৫৩ জন। আহতের সংখ্যা ছিল ৫০০-রও বেশি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন