Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- হিন্দু ধর্মকে অপমানের জের ! হিন্দু ধর্মকে ছোটো করার অভিযোগ উঠেছে টলিউডের অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধেও। কিছু দিন আগে বাংলা চলচ্চিত্র এর অভিনেত্রী সায়নি ঘোষের বিরুদ্ধে হিন্দু ধর্মকে ছোটো করার গুরুতর অভিযোগ উঠেছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সায়নি ঘোষ সম্প্রতি বলেছিলেন যে বাইকে চেপে জয় শ্রী রাম বলা নাকি বাঙালি সংস্কৃতি নয়। যা নিয়ে বিতর্ক শুরু।
এর পর শুরু হয়েছে সায়ানি ঘোষের ৩ টি পুরানো টুইট ভাইরাল হয়ে পড়ে। এক টুইটে সায়নি ঘোষ শিবরাত্রি উপলক্ষে একটা ছবি পোস্ট করেছিলেন। ছবিতে শিবলিঙ্গের উপর বুলা দিকে কনডম পরাচ্ছে, এমন অবস্থায় দেখা যাচ্ছে। সায়নি ঘোষ এর ছবি পোস্টে লেখা রয়েছে- Gods cudnt have been more useful ! আর সায়নি ঘোষ ২০১৫ সালে তিনি এই পোষ্টটি করেছিলেন। সেই বছর শিবরাত্রির ঠিক তার পরের দিন সায়নি ঘোষ এই আপত্তিকর পোস্ট নিজের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছিলেন।
আরো পড়ুন :- আগত বিধানসভা ভোটে মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন
কিন্তু আবার ক্রিস্টমাস ও ঈদের দিন টুইটে সায়নী ঘোষ খুবই শ্রদ্ধার সাথে টুইট করেছেন বলে দাবি করা হয়েছে। তাহলে তার হিন্দু ধর্মের বেলা কেন এত অসহিষ্ণুতা ? অভিনেত্রীর সেই কান্ডকে কেন্দ্র করে আক্রোশ উগরে দিয়েছেন। সুমন্ত চাটার্জী নামের সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারী লিখেছেন, দিদি আপনার মত মানুষ এই রাজ্যে দরকার নেই। এত নিচু মানসিকতা আপনার শিবরাত্রি তে দেখেছি।
Highlights
1. হিন্দু ধর্মকে অপমানের জের !
2. এত নিচু মানসিকতা আপনার শিবরাত্রি তে দেখেছি
#শিবরাত্রি #Sayani Ghosh