হিন্দু ধর্মীয় ট্রাস্টে মুসলিমদের সদস্যপদ মিলবে ? কেন্দ্রকে প্রশ্ন প্রধান বিচারপতির

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : হিন্দু ধর্মীয় ট্রাস্ট গুলিতে মুসলিমদের সদস্যপদ দেওয়া হবে কি? ওয়াকফ সংশোধনী আইনের (Waqf act 2025) শুনানিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চে এমনই প্রশ্নের মুখে পড়লেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। নতুন ওয়াকফ সংশোধনী আইনে যেভাবে ওয়াকফ বোর্ডে হিন্দু সদস্য রাখার কথা বলা হয়েছে তার প্রেক্ষিতেই এই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। যদিও এনিয়ে কোনও জবাব দেননি তুষার মেহতা।

আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন

এদিন ওয়াকফ আইনে জেলাশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে প্রধান বিচারপতি আরও বলেন, ‘জেলাশাসক যদি সিদ্ধান্ত নিতে শুরু করেন যে, কোনটা ওয়াকফ, কোনটা নয়, তা কি ঠিক হবে?’ পাশাপাশি তিনি জানতে চান, কোনও ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণ হয়ে গেলে, তাকে কি নতুন আইনে বাতিল ঘোষণা করা যাবে? ব্রিটিশরা এ দেশে আসার আগে সম্পত্তির নথিভুক্তকরণ হত না। অনেক মসজিদ চতুর্দশ, পঞ্চদশ শতকে তৈরি হয়েছিল। যেমন জামা মসজিদ। কোনটা ওয়াকফ সম্পত্তি, কোনটা নয়, তা নিয়ে কোর্টকে সিদ্ধান্ত নিতে বলা হোক।’ তবে নতুন আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দু’সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে কেন্দ্রকে। অন্যদিকে, আজ ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের শুনানি রয়েছে।

কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা করে ইসলামিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলি। বুধবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে। শুনানি শুরু হতেই ওয়াকফ আইন নিয়ে হিংসার ঘটনায় রীতিমত উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর মন্তব্য, ‘এটা অত্যন্ত আশঙ্কার বিষয়। এনিয়ে কোনও সিদ্ধান্ত নিতে হবে। এক, আমরা পিটিশন শুনব। দুই, হাইকোর্টে পাঠিয়ে দেব। তিন, হাইকোর্টে (High Court) পড়ে থাকা পিটিশনও গ্রহণ করে আমরাই সিদ্ধান্ত নেব।’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন