হিন্দু নবজাগরণের মহান ব্যক্তিত্ব ছিলেন রামকৃষ্ণ ! জানুন তার কথামৃত বাণী গুলি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ঊনবিংশ শতকের ভারতীয় বাঙালি মাতৃসাধক হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন এক অনন্য দার্শনিক ও ধর্মগুরু। হিন্দু নবজাগরণের অন্যতম মহান ব্যক্তিত্ব আধুনিক সমাজে ঈশ্বরের অবতার হিসেবে পূজিত হন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ জীবদ্দশায় যে বাণী প্রচার করে গেছেন তা অমূল্য। ঠাকুর রামকৃষ্ণ দেবের নির্বাচিত কিছু অমৃত কথা যা আপনার জীবনে প্রতিটি মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য।

ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিকে রামকৃষ্ণের আবির্ভাব দিবস হিসেবে ধরা হয়।রামকৃষ্ণ কথামৃত বাণী গুলি এই বর্তমান যুগে সমান প্রাসঙ্গিক। দেখুন একনজরে —–

১. যদি আপনি বাইরে দেখে চলেন কিছু জানবেন না আপনি কোথায় আগে নিজের ভিতরে দেখুন।

২. দুশ্চিন্তা করা আপনার একটি অভ্যাস হয়ে গেছে তাই আপনি খুশি নন।

loan

৩. সফলতা অন্যের দ্বারা দেওয়া উপায় মাত্র কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা দেওয়া উপায় মাত্র।

৪. জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও যা জীবনকে আরও জটিল করে দেবে।

৫. জ্ঞানের অর্থ হল কাম ও লোভের থেকে মুক্তি।

৬. অভিজ্ঞতা কঠিন শিক্ষক, সে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে পাঠ দেয়।

৭. যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে। যখনই আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন সমস্ত মানুষ গুনগান করতে শুরু করে দেয় ।

৮. যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছ, শিখে যাও।

৯. ঈশ্বর সব মানুষের মধ্যেই আছে, কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে, সেটার প্রয়োজনীয়তা নেই।

১০. বিনা কোনও স্বার্থ ছাড়া কাজ যেই মানুষ করেন, সে বাস্তবে নিজের ভাল করে চলেছে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন