হিন্দু রক্ষায় বড় সিদ্ধান্ত নিল RSS !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বাংলাদেশে চরম নিপীড়নের শিকার সংখ্যালঘু হিন্দুরা। হামলা চালিয়ে ভাঙা হয়েছে শতাধিক মন্দির। যত দিন যাচ্ছে দাপাদাপি বাড়ছে মৌলবাদীদের। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে অখিল ভারতীয় প্রতিনিধি সভা (এবিপিএস)-র বৈঠকে উদ্বেগ প্রকাশ করলেন আরএসএসের নেতৃত্বরা। হিন্দু নির্যাতন নিয়ে প্রস্তাবও পাশ করা হয়। পাকিস্তানের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপও চাওয়া হয়েছে।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

গত ২১ মার্চ (শুক্রবার) থেকে বেঙ্গালুরুতে এবিপিএসের বৈঠক শুরু হয়েছে। চলবে রবিবার পর্যন্ত। প্রসঙ্গত, আরএসএসের সর্বোচ্চ নীতি নির্ধারণ করে এই অখিল ভারতীয় প্রতিনিধি সভা। এই বৈঠকে যোগ দিয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত। রয়েছেন অন্যান্য নেতারাও। গতকাল এই আলোচনা সভায় উঠে আসে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ।।

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

যার জন্য হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুরা হিংসা, অত্যাচার, অবিচারের শিকার হচ্ছেন। অখিল ভারতীয় প্রতিনিধি সভা এনিয়ে উদ্বেগ প্রকাশ করছে। যেভাবে বিভিন্ন মঠ, মন্দির, দুর্গাপুজোর প্যান্ডেলে হামলার ঘটনা ঘটছে, গণহত্যা, মেয়ের উপর নির্যাতন, ধর্ষণ, ডাকাতি বাড়ছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন