হিরেতে ১.৫% কিন্তু স্বাস্থ্য বিমায় ১৮%, জিএসটি হার নিয়ে ক্ষোভ উগরে দিলেন নেটিজ়েনরা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:– ভারতের জিএসটি ব্যবস্থার বিন্যাস নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। পণ্যভেদে জিএসটি হার নিয়ে উঠে আসে অসন্তোষ। সে রকমই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ফের আলোচনায় জিএসটি হার।

রাজেশ্বরী আয়ার নামের এক এক্স হ্যান্ডল থেকে সম্প্রতি জিএসটি সংক্রান্ত পোস্ট করা হয়। ওই পোস্টের বিষয়বস্তু, হিরেতে জিএসটি বসে ১.৫ শতাংশ। বিএমডব্লিউ আই সিরিজ়ের গাড়িতে জিএসটি লাগছে ৫ শতাংশ। অথচ ওষুধে জিএসটি ৫ শতাংশ থেকে ১৮ শতাংশ। স্বাস্থ্য বিমায় জিএসটি ১৮ শতাংশ। এর পর ওই পোস্টে স্বাস্থ্য বিমাকে কর-মুক্ত করার দাবি জানানো হয়েছে।

এই পোস্ট দেখে জিএসটি হার নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজ়েনরা। এ বিষয়ে নিজেদেকর মতামত জানিয়েছেন তাঁরা। কেউ কেউ ক্ষোভ উগরে এ ব্যাপারে নিজেদের হতাশা গোপন করেননি।

হিরে, লাক্সারি গাড়ির মতো বিলাসবহুল দ্রব্যে কেন কম হারে জিএসটি বসানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে ওষুধ, স্বাস্থ্য বিমার মতো প্রয়োজনীয় জিনিসে কেন জিএসটি-র হার বেশি সে প্রশ্ন তুলেছেন নেটিজ়েনদের বড় একটি অংশ।

স্বাস্থ্য বিমায় জিএসটি হার নিয়ে ক্ষোভের বিষয়টি নতুন নয়। অতীতেও এ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে দেশের অন্দরে। একাধিক রাজনৈতিক দল বিষয়টির বিরোধিতা করে বদলের দাবি জানিয়েছে। সরকার স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতার জেরে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার দিকে ছুটতে বাধ্য হন সাধারণ মানুষ। কিন্তু বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে চিকিৎসা করানো অনেক মধ্যবিত্তেরই ক্ষমতার বাইরে। এই রকম পরিস্থিতিতেই স্বাস্থ্য বিমার গুরুত্ব বেড়েছে। কিন্তু উচ্চ হারে করের কারণে স্বাস্থ্য বিমার খরচ বৃদ্ধি নিয়ে ফের ক্ষোভ উগরে দিলেন নেটিজ়েনদের একাংশ।

আরও পড়ুন:- ১ অগস্ট থেকে UPI-এর একাধিক নিয়মে পরিবর্তন, আপনি জানেন তো?

আরও পড়ুন:- শুধু মহিলাদের নয়, এখন পুরুষদের জন্য গর্ভনিরোধক বড়ি ! কিভাবে খেতে হবে ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন