Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাজারে হাওয়া একেবারে উল্টো দিক থেকে বইছে! সোনার দাম যে হারে পড়েছে, তাতে গয়নার দোকানগুলোয় আজকাল হালকা ভিড় একটু বেশি চোখে পড়ছে। কেউ বলছে এখনই সময় কিনে নেওয়ার, তো কেউ ভাবছে আর কমলে তখনই! কিন্তু সত্যি বলতে, এমন পতন অনেকদিন দেখা যায়নি। আর রুপো? সে তো যেন এক লাফে নেমে গেছে ৮০০০ টাকা! কেন এমন হলো, আর এখন দাম কত — সব কিছু নিয়েই নিচে বিস্তারিত আলোচনা রইল।
সোনার দাম কত পড়ল?
গত দুই দিনে সোনার দাম একেবারে ২০০০ টাকার বেশি কমেছে। আজ MCX-এ (5 জুন ডেলিভারির জন্য) প্রতি ১০ গ্রামে সোনার দাম ৩০০ টাকা কমে দাঁড়িয়েছে ৮৯,৭৫০ টাকা। আর গতকাল একেবারে ২০০০ টাকা হুড়মুড়িয়ে পড়ে যায়। দুই দিন মিলিয়ে প্রায় ২৩০০ টাকার মতো সস্তা হয়েছে সোনা।
রুপোর হাল আর ভয়াবহ!
রুপোর দাম তো যেন রোলারকোস্টারে চড়েছে! দুই দিনে দাম কমেছে প্রায় ৮০০০ টাকা প্রতি কেজিতে। আজ একাই প্রায় ৩০০০ টাকা কমেছে দাম, দাঁড়িয়েছে ৯১,৩৬২ টাকা প্রতি কেজিতে। আর গতকাল পড়েছিল প্রায় ৫৫০০ টাকা! বিনিয়োগকারীদের চোখ কপালে।
আরও পড়ুন:- পর্যটকদের জন্য সুখবর ! গ্যাংটকে যাওয়া আরও সহজ হয়ে গেলো
কেন এত দাম পড়ল?
এর পিছনে আছে আন্তর্জাতিক রাজনীতি আর বাজারের টানাপোড়েন। আমেরিকা প্রায় ১৮০টি দেশের ওপর ট্যারিফ বসিয়ে দিয়েছে, যার মধ্যে ভারতও আছে। পাল্টা চাপে কানাডা ২৫% ট্যাক্স বসিয়েছে আর চিন বলেছে ৩৪% বসাবে। এই নিয়ে একটা বড় ট্রেড ওয়ার শুরু হয়েছে, যা গ্লোবাল মার্কেটে আতঙ্ক ছড়িয়েছে। ফলে ডলার ইনডেক্সও কমে গেছে — আর তার সাথেই সোনার দাম।
আন্তর্জাতিক বাজারে এখন কত সোনা-রুপো?
গোল্ড এখন আন্তর্জাতিক মার্কেটে ট্রেড করছে ৩০৯২ ডলার প্রতি আউন্স দরে — যা ২০ ডলার কম। ডলার ইনডেক্সও পড়েছে ০.১৬০০ পয়েন্ট।
ভারতের সোনার দর (ibjarates অনুযায়ী):
995 শুদ্ধতার সোনা – ₹89,948 প্রতি ১০ গ্রাম
916 (২২ ক্যারেট) – ₹82,724 প্রতি ১০ গ্রাম
750 (১৮ ক্যারেট) – ₹67,733 প্রতি ১০ গ্রাম
585 (১৪ ক্যারেট) – ₹52,831 প্রতি ১০ গ্রাম
কীভাবে ফোন করে দাম জানবেন?
আপনি চাইলে একটি মিসড কল দিয়েই সোনা-রুপোর দাম জেনে নিতে পারেন। ফোন করুন ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে। কিছুক্ষণের মধ্যেই SMS চলে আসবে বর্তমান রেট সহ। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com এ গিয়েও দেখে নিতে পারেন।
এখন যাঁরা সোনা বা রুপো কিনতে চাইছেন, তাঁদের জন্য এটা দারুণ সুযোগ হতে পারে। আবার যারা বিনিয়োগ করেছিলেন, তাঁরা একটু চিন্তায় আছেন। তবে বাজার যেমন হঠাৎ পড়ে, তেমনি হঠাৎ উঠেও যেতে পারে। তাই বুঝে শুনে পা ফেলাই বুদ্ধিমানের কাজ!
আরও পড়ুন:- এবার থেকে রেশন কার্ডে ফ্রি দ্রব্যের সঙ্গে পাবেন 1000 টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন