Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গ্রাহকরা চাইলে দিতে পারেন, তবে হোটেল বা রেস্তরাঁ খাবারের বিলে সার্ভিস চার্জ চাপাতে পারবে না। শুক্রবার এই রায় দিল দিল্লি হাইকোর্ট। আদালত আরও বলেছে যে বাধ্যতামূলকভাবে সার্ভিস চার্জ নেওয়া একেবারেই সঠিক কাজ নয়। বিচারপতি প্রতিভা এম সিং এই রায় দেন। তিনি সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথোরিটির (সিসিপিএ) নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে রেস্তরাঁ সংগঠনগুলির দায়ের করা আবেদন খারিজ করে ১ লক্ষ টাকা জরিমানা করেন। সিসিপিএ হোটেল এবং রেস্তরাঁগুলিকে খাবারের বিলের ওপর সার্ভিস চার্জ বাধ্যতামূলক করতে নিষেধ করে।
হাইকোর্ট সিসিপিএ-র নির্দেশিকা বহাল রেখেছে। এছাড়াও পর্যবেক্ষণ করেছে যে এই সংস্থা কেবল একটি উপদেষ্টা সংস্থা নয়। অসাধু ব্যবসা প্রতিরোধ করতে এবং উপভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য নির্দেশিকা জারি করার ক্ষমতা রয়েছে এদের। সিসিপিএ ২০২২ সালে নির্দেশিকা জারি করে জানায় যে রেস্তরাঁগুলি নিজেরা খাবারের বিলে সার্ভিস চার্জ যোগ করতে পারবে না। অন্য নাম দিয়েও টাকা কাটা যাবে না। সিসিপিএ জানিয়েছে, গ্রাহকদের পরিষেবা চার্জ দিতে বাধ্য করা নিষিদ্ধ। তবে, গ্রাহকরা চাইলে যে চার্জ দিতে পারেন তা জানানো যেতে পারে।
আরও পড়ুন:- ব্যাংকক-মায়ানমারে ভূমিকম্প কত তীব্র? দেখুন রীতিমতো ভয় ধরানো VIDEO
কর্তৃপক্ষ আরও নির্দেশ দিয়েছে যে পরিষেবা চার্জ না দেওয়ার কারণে কোনও গ্রাহকের পরিষেবায় খামতি রাখা যাবে না। ঢুকতে না দেওয়ার মতো কাজও করা যাবে না। বিলের সঙ্গে সার্ভিস চার্জ যোগ করা যাবে না এবং মোট পরিমাণের উপর জিএসটি আরোপ করা যাবে না।
হাইকোর্ট রায় দিয়েছে, সিসিপিএ হল সিপিএ ২০১৯ এর অধীনে নির্দেশিকা পাস করার ক্ষমতাপ্রাপ্ত একটি কর্তৃপক্ষ। নির্দেশিকা জারি করা সিসিপিএর একটি অপরিহার্য কাজ। এটি বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।
আরও পড়ুন:- রাস্তায় ইদের নামাজ পড়লে বাতিল হবে পাসপোর্ট-ড্রাইভিং লাইসেন্স, বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন:- প্রতিমাসে 5000 টাকা দেওয়ার গ্যারেন্টি দিচ্ছে মোদি সরকার। জানুন কিভাবে আবেদন করবেন?