হোলিতে চুল ও ত্বকের যত্ন কিভাবে নেবেন? জানুন প্রাকৃতিক উপায়

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এখনকার দিনে অনেক মানুষ চুল ও ত্বকের যত্ন নেওয়ার ব্যপারে খুবই সচেতন তাই নানা জায়গায় তারা কিভাবে কম খরচে ও প্রাকৃতিক উপায়ে চুল ও ত্বকের যত্ন নিতে পারবেন খোঁজ করে থাকেন। আর রঙের উৎসবের আগে এই সার্চ আরও বৃদ্ধি পায় সকলের। এই বছর দোল উৎসব পড়েছে ১৪ ই মার্চ আর হোলি ১৫ ই মার্চ। আর কিছু দিন পরেই চারি দিক রাঙিয়ে উঠবে রঙে। দোল বা হোলি এই উৎসব মানে রঙে রঙে চেনা মুখ অচেনা মুখে পরিণত হবে।

চুল ও ত্বকের যত্ন নেওয়ার ঘরোয়া সমাধান

হোলিতে রং খেলতে যতটা না ভালো লাগে তবে তার থেকে বেশি চিন্তা থেকে যায় রং থেকে ত্বক বা চুল ক্ষতিগ্রস্ত হলে সেটা কিভাবে আবার ঠিক হবে এই ভেবে। এই জন্য অনেকেই রঙ খেলতে পিছিয়ে আসেন। বছরের একটা দিন উৎসবের মেজাজে হারিয়ে যেতে কার না ইচ্ছে হয়? ত্বক বা চুল নষ্ট হওয়ার ভয় উৎসবে অংশ নেবেন না এটা কি হয়? রঙে যে সমস্ত রাসায়নিক উপাদান থাকে তার জন্যই ত্বক বা চুল তার নমনীয়তা হারিয়ে ফেলে।

Hair and Skin Care Pro Tips 2025

তবে আপনি যদি রং খেলার আগে কিছু সতর্কতা অবলম্বন করেন তাহলে এই রং আপনার ত্বক বা চুল কোন টাকেই ক্ষতি করতে পারবে না এবং খুব কম সময়েই আপনারা চুল ও ত্বকের যত্ন নিতে পারবেন। আজকের এই প্রতিবেদনে কিভাবে আপনি আপনার চুল এবং ত্বককে রঙের হাত থেকে রক্ষা করবেন সেই কৌশল গুলি আলোচনা করা হবে।

আরও পড়ুন:- কালো জল: কেন ক্রমে বাড়ছে এর জনপ্রিয়তা ? জানতে বিস্তারিত পড়ুন

হোলিতে চুল ও ত্বকের সুরক্ষা

যে সমস্ত ভেষজ উপাদান দিয়ে তৈরি রং বা আবির বাজারে বিক্রি হয়, সেই সমস্ত রং বা আবির থেকে ত্বক বা চুলের ক্ষতি হয় না বললেই চলে, তবে কিছু রাসায়নিক উপাদান দিয়ে তৈরি রং বা আবির বাজারে বিক্রি হয়, সে সমস্ত রং কিন্তু ত্বক বা চুলের জন্য কিছু গুরুতর অস্বস্তির কারণ হতে পারে। সংবেদনশীল ত্বক এবং চুলে রং লাগলে অনেকের ত্বকে লাল চেভাব এবং জ্বালা পোড়ার সমস্যায় ভোগেন। এটি এড়াতে, উৎসবের আগে, চলাকালীন এবং পরে আপনার নিজের চুল ও ত্বকের যত্ন নেওয়া উচিত।

Skin Care Tips in Bengali

প্রথমত, রঙের খেলা উপভোগ করার জন্য যখন আপনি বাইরে যাবেন, তখন আপনার ত্বককে পুরোপুরি প্রস্তুত করতে হবে। রং খেলার যখনি ঘর থেকে বাইরে বেরোবেন তখনই আপনার ত্বকে এবং মুখে নারকেল বা বাদামের মতো কিছু ভারী তেল মেখে নিন। এটি ত্বকে কোনও ক্ষতি কারক রঙ প্রবেশ করা বন্ধ করতে বাধা হিসেবে কাজ করবে। এছাড়া আপনি সানস্ক্রিন বেশি পরিমাণে মুখে মেখে নিতে পারেন। এটি আপনার স্কিনের ওপর একটি স্তর তৈরি করবে, যার ফলে রঙ আপনার ত্বকের সাথে সরাসরি অ্যাটাচ করতে পারবে না।

Hair Care Tips in Bengali

রঙের হাত থেকে চুলকে রক্ষা করার জন্য রঙ খেলার দিন বাড়ি থেকে বেরোনোর আগে ভালো করে নারকেল তেল চুলে বেশি করে মেখে নিন। রং খেলে আসার পরে আপনি যখন শ্যাম্পু করবেন দেখবেন খুব সহজেই চুল থেকে রং উঠে যাচ্ছে। হোলির আগে অনেকেই শ্যাম্পু করে থাকেন চুলে, তবে এটি খুব ক্ষতিকারক। উৎসবের একদিন আগে শ্যাম্পু করলে সেই প্রতিরক্ষামূলক স্তরটি নষ্ট হয়ে যেতে পারে।

হোলিতে চুল ও ত্বকের যত্ন নিতে ভুলবেন না!

তার জন্য হোলির আগের দিন শ্যাম্পু না করে ভালো করে তেল মেখে নিন চুলে। আপনার মাথার ত্বকে উপস্থিত প্রাকৃতিক তেল গুলি সাধারণত মাথার ত্বক এবং রঙের ক্ষতিকারক রাসায়নিকের মধ্যে মৌলিক বাধা হিসেবে কাজ করে। এর জন্য হোলি খেলে এসে তেল মাথায় শ্যাম্পু করুন তাহলে খুব সহজে রঙ উঠে আসবে। চুল ও ত্বকের যত্ন নেওয়াটা খুবই জরুরি সকলের কাছে।

এছাড়াও চুল ও ত্বকের যত্ন নেওয়ার আগে সকলকে সতর্ক হয়ে যে কোন ধরণের কাজ করা উচিত এবং রং খেলার আগে বাইরে বেরোনোর সময় কয়েক ফোঁটা লেবুর রস যোগ করতে পারেন আপনার ত্বকে এবং চুলে। আর যে কোন ধরণের সমস্যা বা অশান্তি থেকে সকলকে দূরে থেকে এই উৎসব পালন করা উচিত এবং নিজের ও বাকি সকলের খেয়াল রেখে আপনাদের মজা করা উচিত।

 

আরও পড়ুন:- ক্রমশ মুখ ঢেকে যাচ্ছে নেকড়ার মত লোমে, কোন রোগের শিকার কিশোর ললিত ?

আরও পড়ুন:- বিদ্যুৎ দপ্তরে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন