হোলির আগেই এতটা বাড়তে পারে DA, DR ! সরকারি কর্মীদের জন্য বিরাট খবর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : অবশেষে এসে গেল বিরাট আপডেট যার জন্য অপেক্ষা করছিলেন কোটি কোটি সরকারি কর্মী। হোলির আগেই ঘোষণা হয়ে যেতে পারে DA/DR নিয়ে। কেন্দ্রীয় সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে। সরকারি কর্মচারীদের বেতন স্কেল ১ জানুয়ারি, ২০২৬ থেকে সংশোধিত হবে। তার আগে, সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণের হার বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন

কবে বাড়বে DA, DR?

২০২৫ সালের জানুয়ারি থেকে ডিএ/ডিআরের হার বাড়বে। বর্তমানে, ৫৩ শতাংশ হারে ডিএ/ডিআর দেওয়া হচ্ছে। সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (শিল্প শ্রমিক) এবং মুদ্রাস্ফীতির হারের দিকে তাকালে, ১ জানুয়ারী থেকে ডিএ/ডিআর তিন শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ছিল। ডিএ হার ৫৬ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হয়েছিল। এখন ডিএ/ডিআর দুই শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

কারণ, ২০২৪ সালের ডিসেম্বরের জন্য সর্বভারতীয় CPI-IW ০.৮ পয়েন্ট কমেছে। শ্রম ব্যুরো কর্তৃক প্রকাশিত সূচকের তথ্য ১৪৩.৭ পয়েন্টের উপর সংকলিত। গতবার মহার্ঘ্য ভাতা ৩ শতাংশ বাড়ানো হয়েছিল। মার্চ মাসে হোলির আগে কেন্দ্রীয় সরকার ডিএ/ডিআর হার বৃদ্ধির ঘোষণা করতে পারে।

২০২৪ সালের নভেম্বর মাসের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (শিল্প শ্রমিক) ১৪৪.৫ পয়েন্টে স্থিতিশীল ছিল। ২০২৪ সালের নভেম্বরে মুদ্রাস্ফীতির হার ৩.৮৮ শতাংশ, যা ২০২৩ সালের নভেম্বরে ছিল ৪.৯৮ শতাংশ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন