হোলি উপলক্ষে আকর্ষণীয় ডিসকাউন্টে নতুন ফিচারের স্মার্টওয়াচ কিনুন, হাতে মাত্র কিছু সময় বাকি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফিটফাট হয়ে কোন জায়গায় বেরোনোর আগে হাতে একটি স্মার্টওয়াচ না পড়লে সাজটা যেন অসম্পূর্ণ থেকে যায়। ফ্যাশন শব্দটির সাথে স্মার্টওয়াচের একটি সম্পর্ক রয়েছে। একটি স্মার্ট ওয়াচ আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করে। বিভিন্ন মানুষের চাহিদা অনুযায়ী বাজারে নিত্য নতুন স্মার্ট ওয়াচ এসে থাকে। বর্তমান সময়ে বিভিন্ন স্মার্ট ওয়াচ ট্রেন্ডিংয়ে রয়েছে।

হোলি উপলক্ষে স্মার্টওয়াচের দুর্দান্ত ডিসকাউন্ট

আপনি যদি স্বল্প দামের মধ্যে একাধিক ফিচার সমৃদ্ধ স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদন আপনাকে তেমন কয়েকটি স্মার্ট ওয়াচের সন্ধান দিতে চলেছে। যত দিন যাচ্ছে মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আধুনিক যুগে আধুনিক ফিচার সমৃদ্ধ স্মার্ট ওয়াচ বাজারে আসছে। অনেকেই রয়েছেন পকেটের চাপ পড়বে দেখে এই সমস্ত স্মার্টওয়াচ কেনা থেকে বিরত থাকেন।

লেটেস্ট স্মার্টওয়াচ কিনুন বিশাল ছাড়ে

বর্তমানে বাজারে যে স্মার্ট ওয়াচ গুলো দেখতে পাওয়া যায়, সেই গুলোর মধ্যে এমন কিছু টিচার রয়েছে যেই গুলো আপনার ঘুম, স্ট্রেস চেক, হার্ট রেট এবং ইসিজি ট্র্যাক করার মতন সুবিধা থাকে। আপনি স্মার্ট ওয়াচের সাথে ফোনের ব্লুটুথ এর কানেক্ট করতে পারবেন। স্মার্ট ওয়াচ গুলিতে এমন ফিচার দেওয়া থাকে যেই গুলো আপনাকে জল এবং ধূলো থেকে আপনার ঘড়িকে সুরক্ষিত রাখবে। এতে 100 টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে।

আরও পড়ুন:- মোবাইল গেমে মেতে সন্তান ! ওদিকে বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে খোয়া গেল 25 লাখ, বিস্তারিত জানুন

নতুন স্মার্টওয়াচের হোলি অফার

Fastrack FS2 :- ফাস্ট ট্রাক কোম্পানির এই ঘড়িটির আসল দাম রয়েছে 4999 টাকা। আপনি যদি অনলাইন শপিং অ্যাপ মিন্ত্রা থেকে এটি কেনেন তাহলে 1999 টাকায় এই স্মার্ট ওয়াচটি ক্রয় করতে পারবেন। এছাড়া কোম্পানি এতে কুপন কোডও অফার করছে যার পরে দাম কমে 1799 টাকা হয়ে যাবে।

NOISE Color Fit Icon 4 :- এই স্মার্টওয়াচটির দাম রয়েছে কোম্পানির তরফ থেকে 6999 টাকা। আপনি যদি অনলাইন শপিং অ্যাপ মিন্ত্রা থেকে কেনেন তাহলে 1999 টাকায় কিনতে পারবেন। এক লাফে আপনি ৫ হাজার টাকার ছাড়ে সুযোগ পেয়ে যাবেন। আর কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থেকে কিনলে এই দামে আরও অপশন আপনারা পেয়ে যাবেন।

NOISE Posh 1.19 :- নয়েজ কোম্পানির আরেকটি স্মার্ট ওয়াচ রয়েছে যার দাম 6999 টাকা। আপনি যদি মিন্ত্রা সাইট থেকে কিনতে চান তাহলে পেয়ে যাবেন 1699 টাকায়। এই ঘড়িটিতে আপনি ছাড় পেয়ে যাচ্ছেন 5300 টাকা। কোন ক্রেডিট কার্ড থাকলে আরও কিছু টাকা ছাড় পাওয়া যাবে এর মাধ্যমে।

boAt Lunar Prime 1.45 :- বোট কোম্পানির এই স্মার্ট ওয়াচটির কোম্পানি তরফ থেকে দাম রয়েছে 8999 টাকা। আপনি অনলাইন থেকে এটি ক্রয় করেন তাহলে দাম পড়বে 1599 টাকা। এক লাফে ছাড় পেয়ে যাচ্ছেন 7400 টাকা। এই দামে আরও অনেক অপশন আপনারা সার্চ করলে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের পছন্দ মত কাজ করে নিতে পারবেন।

আপনি যদি একটু ভালো স্মার্টওয়াচ ক্রয় করতে চান তাহলে আধুনিক ফিচার যুক্ত অল্প দামের মধ্যে এই চারটি স্মার্টওয়াচ আপনি কিনতে পারেন। আপনি যদি অনলাইন শপিং অ্যাপ মিন্ত্রা থেকে কেনেন তাহলে অনেক টাকা লাভ করতে পারবেন। এই জন্য এই অফার হাতছাড়া না করে সুবর্ণ সুযোগ কাজে লাগান।


আরও পড়ুন:- স্বাস্থ্যসাথীর আওতায় হাসপাতাল পরিষেবা না-দিলে কী করবেন ? জানালেন চন্দ্রিমা

আরও পড়ুন:- গ্রীষ্মে প্রচুর পরিমাণে লেবু খান, এই রোগগুলি ছুঁতেও পারবে না

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন